মার্কিন নিষেধাজ্ঞায় ফাঁপড়ে সাত দেশের নাগরিকরা, আমেরিকায় প্রবেশের দরজা বন্ধ হচ্ছে পুরোপুরি

Published : Dec 17, 2025, 10:30 AM IST

Donald Trump On USA Travel: আমেরিকায় ভ্রমণে এবার আরও কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে ডোনাল্ড ট্রাম্প সরকার। অন্তত ১৫টি দেশের পর্যটকদের জন্য বন্ধ হতে চলেছে আমেরিকার দরজা। কিন্তু কেন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
আমেরিকায় প্রবেশে ট্রাম্পের নয়া নিয়ম

ফের বিদেশি পর্যটকদের জন্য আমেরিকা ভ্রমণের উপর পড়তে চলেছে কোপ। তার কারণ, এবার আর আংশিক নয়, পুরোপুরিভাবে বেশকিছু দেশের উপর আমেরিকায় প্রবেশে  নিষেধাজ্ঞা জারি করতে  চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংক্রান্ত নির্দেশিকায় মঙ্গলবারই সই করেছেন তিনি। খবর হোয়াইট হাউস সূত্রে। জানা গিয়েছে, ট্রাম্পের নতুন এই ঘোষণা অনুযায়ী আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে আমেরিকায় ঢুকতে পারবেন না বেশকিছু দেশের বাসিন্দারা। 

25
কোন কোন দেশের ওপর চাপল নিষেধাজ্ঞা

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী যে সমস্ত দেশের নাগরিকরা চাইলেও আর আমেরিকায় ঢুকতে পারবেন না  সেগুলি হলো- বুরকিনা ফাসো, নাইজার, মালি, দক্ষিণ সুদান এবং সিরিয়ার বাসিন্দারা। এ ছাড়া, লাওস এবং সিয়েরা লিওন। এই দেশগুলির নারগিকদের আমেরিকা প্রবেশের ক্ষেত্রে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করল ট্রাম্প সরকার। তবে কিছু ক্ষেত্রে এই বিধি নিষেধে ছাড়ও রয়েছে। ক্রীড়াবিদ, কূটনৈতিক  এবং নির্দিষ্ট ভিসাপ্রাপকদের জন্য এই নিয়মে শিথিল করা হয়েছে। 

35
১৯ দেশের উপর নিষেধাজ্ঞা

সূত্রের খবর, নতুন ঘোষণার ফলে আমেরিকায় ঢোকা পুরোপুরি বন্ধ হল ১৯টি দেশের জন্য। গত জুনে ১২টি দেশের উপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিল ট্রাম্প প্রশাসন। সেই দেশগুলি হল আফগানিস্তান, মায়ানমার, চাদ, রিপাবলিক অফ কঙ্গো, ইকিউটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন।

45
আংশিক নিষেধাজ্ঞা কোন কোন দেশে?

এখানেই শেষ নয়। আংশিক নিষেধাজ্ঞা চাপানো হয়েছে আরও বেশকিছু দেশের ওপর। সেগুলি হলো-বুরুন্ডি, কিউবা, টোগো, তুর্কমেনিস্তান এবং‌ ভেনেজুয়েলার নাগরিকদের উপর। যদিও তুর্কমেনিস্তানের নাগরিকদের উপর আমেরিকা ভ্রমণের নিষেধাজ্ঞা উপর ছাড় প্রত্যাহার করা হয়েছে। 

55
হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে দ্বিতীয়বার মার্কিন মসনদে বসার পর আমেরিকার উন্নতির জন্য বেশকিছু নিয়মে পরিবর্তন আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যে যেমন রয়েছে এইচ১বি ভিসার নিয়মে কড়াকড়ি তেমনই আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে মানদণ্ড স্থির করা হয়েছে। যাদের উপর নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে, তাদের অনেকেই সেই মানদণ্ড মানতে ব্যর্থ। ফলে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে চাপছে নিষেধাজ্ঞা। 

Read more Photos on
click me!

Recommended Stories