Donald Trump on Iran: আর কোনও কথা শুনতে তিনি রাজি নন। অন্তত তাঁর বডি ল্যাঙ্গুয়েজ যেন সেই কথাই বলছে (donald trump on iran israel)। রীতিমতো হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে এবার কড়া বার্তা আমেরিকার প্রেসিডেন্টের (iran israel news)।
নিজের এক্স হ্যান্ডলে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন “নিঃশর্ত আত্মসমর্পণ"। তবে তার আগে তিনি আরেকটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “আমরা ঠিক জানি যে, তথাকথিত ‘সর্বোচ্চ নেতা' কোথায় লুকিয়ে আছেন। তিনি একটি সহজ লক্ষ্য, কিন্তু সেখানে নিরাপদে আছেন। আমরা তাঁকে বের করে (হত্যা!) আনবো না, অন্তত আপাতত নয়। কিন্তু আমরা সাধারণ নাগরিক কিংবা আমেরিকান সৈন্যদের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক, তা চাই না। আমাদের ধৈর্য্য ক্রমশই ভেঙে যাচ্ছে। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ!"
অর্থাৎ, ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইকে এবার সরাসরি হুঁশিয়ারি দিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে, তিনি এও বুঝিয়ে দিলেন, ইরান যদি নিঃশর্তে আত্মসমর্পণ না করে, তাহলে বড় ফল ভুগতে হতে পারে খামেনেইকে। মার্কিন প্রেসিডেন্ট যেন স্পষ্ট করে বুঝিয়ে দিলেন, ইরান যদি নিঃশর্ত আত্মসমর্পণ না করে, তাহলে যে কোনও সময় আমেরিকা খামেনেইকে হত্যা করার মতো সিদ্ধান্তে উপনীত হতে পারে।
প্রসঙ্গত, ইজরায়েলও ইতিমধ্যেই কিন্তু হুঁশিয়ারি দিয়ে রেখেছে। তারা আবার বলেছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের পরিণতি হবে সাদ্দাম হোসেনের মতোই। সেই দেশের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ নাম না করে খামেনেইকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "প্রতিবেশী দেশের স্বৈরাচারী শাসকের পরিণতি যেন ভুলে না যায় ইরান।”
তিনি বলেছেন, খামেনেইয়ের মৃত্যু হলে তবেই একমাত্র থামবে ইরান-ইজরায়েল যুদ্ধ। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে এই মুহূর্তে আমেরিকা-ইজরায়েলের মূল লক্ষ্য কি খামেনেইকে নিকেশ করা?
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।