জেলে যেতে হচ্ছে না, দ্বিতীয়বার শপথগ্রহণের আগে স্বস্তিতে ডোনাল্ড ট্রাম্প

২০ জানুয়ারি দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে আদালতে স্বস্তি পেলেন তিনি।

পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হলেও, ডোনাল্ড ট্রাম্পকে জেলে যেতে হচ্ছে না। তাঁর জরিমানাও হচ্ছে না। তবে তিনি যে এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন, সেটা নথিভুক্ত থাকবে। ২০ জানুয়ারি দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন ট্রাম্প। তার আগে যদি আদালত তাঁর কারাদণ্ড দিত, তাহলে সমস্যা হত। সেক্ষেত্রে হয়তো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণই করতে পারতেন না ট্রাম্প। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে সাংবিধানিক সঙ্কট তৈরি হত। এই পরিস্থিতিতে নিউ ইয়র্কের আদালতের বিচারপতি হুয়ান মার্কান রায় দিয়েছেন, ট্রাম্পকে নিঃশর্তে রেহাই দেওয়া হচ্ছে। একইসঙ্গে এই মামলা বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে স্বস্তি পেলেন ট্রাম্প। তাঁর আর শপথ গ্রহণ করতে কোনও বাধা রইল না। তবে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের ঠিক আগে এরকম কেলেঙ্কারি তাঁর ভাবমূর্তির পক্ষে মোটেই ভালো নয়।

ঘুষ কেলেঙ্কারি কী?

Latest Videos

২০০৬ সালে স্টর্মির সঙ্গে যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন ট্রাম্প। এক দশক পর ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে লড়াই করার সময় যৌন কেলেঙ্কারির বিষয়ে মুখ বন্ধ রাখার জন্য স্টর্মিকে ১,৩০,০০০ মার্কিন ডলার ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে। যদিও স্টর্মির এই অভিযোগ অস্বীকার করেন ট্রাম্প। তবে তিনি ২০২৪ সালের মে মাসে এই ঘটনায় দোষীা সাব্যস্ত হন। শুক্রবার এই মামলার রায় দিল আদালত।

দোষী সাব্যস্ত হওয়ার পরেও প্রেসিডেন্ট হচ্ছেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন ও বর্তমান প্রেসিডেন্টদের মধ্যে কারও বিরুদ্ধে এর আগে ফৌজদারি অভিযোগ প্রমাণিত হয়নি। ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেন। তিনি এই কলঙ্ক নিয়েই দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন। ফলে ট্রাম্পের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন বিরোধীরা। আদালত মামলা বন্ধ করে দেওয়ায় আইনত ট্রাম্পকে শপথ গ্রহণ করতে বাধা দিতে পারবেন না বিরোধীরা। তবে তাঁরা ট্রাম্পের উপর চাপ বজায় রাখতে চাইছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

শুল্কে 'যেমন কর্ম তেমন ফল'-পদে এসেই ভারতকে হুঁশিয়ারি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প!

জো বাইডেনের ছেলে হান্টারকে ক্ষমা, তীব্র প্রতিক্রিয়া দিলেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন গোয়েন্দা সংস্থার শীর্ষে হিন্দু সদস্য তুলসী গাবার্ড, ট্রাম্প ঘনিষ্ঠ এই মহিলার পরিচয় জেনে নিন

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
‘আমি মনে করি Firhad Hakim একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য Satyen Roy-এর, দেখুন
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি? Suvendu Adhikari
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি