
আমেরিকার ইউটা প্রদেশের স্প্যানিশ ফর্ক এলাকায় অবস্থিত বিখ্যাত ইসকন রাধাকৃষ্ণ মন্দিরে একাধিকবার গুলি চালানো হয়েছে। এই ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, হোলি উৎসবের জন্য বিশ্বব্যাপী পরিচিত এই মন্দিরে প্রতিদিন অসংখ্য ভক্তের সমাগম হয়। গত কয়েকদিন ধরে মন্দির এবং এর আশেপাশের ভবনগুলিতে ২০ থেকে ৩০টি গুলি চালানো হয়েছে বলে জানা গেছে। এতে হাজার হাজার ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। মন্দির কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করেছে এবং ক্ষতিগ্রস্ত এলাকার ছবি অনলাইনে শেয়ার করে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। মন্দিরের জটিল কারুকার্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে।
উল্লেখযোগ্যভাবে, এই গুলিবর্ষণের ঘটনাগুলি রাতের বেলায় ভক্ত এবং দর্শনার্থীরা মন্দিরে থাকাকালীন ঘটেছে। এরপর থেকে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ভারতীয় দূতাবাসের নিন্দা
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আমেরিকার সান ফ্রান্সিসকোতে অবস্থিত ভারতীয় দূতাবাস। দোষীদের বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস।
এক্স (টুইটার)-এ এক পোস্টে বলা হয়েছে, "ইউটার স্প্যানিশ ফর্কে ইসকন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। সকল ভক্ত এবং সম্প্রদায়ের প্রতি দূতাবাসের পূর্ণ সমর্থন রয়েছে। দোষীদের বিচারের আওতায় আনার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।"
অব্যাহত আক্রমণ
এ বছরের শুরুতে, ৯ মার্চ, ক্যালিফোর্নিয়ার চিনো হিলসে অবস্থিত বিএপিএস স্বামীনারায়ণ মন্দিরেও একই ধরনের আক্রমণ হয়েছিল। লস অ্যাঞ্জেলেসে খালিস্তান গণভোটের কয়েকদিন আগে এই ঘটনা ঘটেছিল বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে।
গত বছর, ২৫শে সেপ্টেম্বর রাতে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে অবস্থিত বিএপিএস স্বামীনারায়ণ মন্দিরেও ক্ষতিসাধন করা হয়েছিল। এরপর নিউইয়র্কে অবস্থিত মন্দিরেও একই ধরনের আক্রমণ হয়েছিল।