Los Angeles: মার্কিন মুলুকে আবার জঙ্গি হানা? লস অ্যাঞ্জেলসে বিস্ফোরণ! নিহত অন্তত তিনজন

Published : Jul 18, 2025, 11:02 PM ISTUpdated : Jul 18, 2025, 11:46 PM IST
Los Angeles

সংক্ষিপ্ত

Los Angeles: বিস্ফোরণ মার্কিন মুলুকে। যে ঘটনায় অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 

Los Angeles: আমেরিকার লস অ্যাঞ্জেলসে শুক্রবার, একটি বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। বিস্ফোরণ মার্কিন মুলুকে। যে ঘটনায় অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 

বম্ব স্কোয়াডের গাড়িতে হামলা?

সেই অঞ্চলের পুলিশের একটি বম্ব স্কোয়াডের গাড়িতে হামলাই মূলত হামলাকারীদের নিশানা ছিল বলে ফক্স টিভির তরফে একটি রিপোর্টে দাবি করা হয়েছে। সেই রিপোর্ট থেকে জানা যাচ্ছে, লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের দফতরের প্রশিক্ষণ কেন্দ্রে একটি মারাত্মক বিস্ফোরণ ঘটে। 

আর যেখানে বিস্ফোরণটি ঘটে, ঠিক সেখানেই রাখা ছিল বম্ব স্কোয়াডের সেই গাড়িটি। বিস্ফোরণের পরেই পুলিশ এবং ‘বম্ব স্কোয়াড’ পুরো এলাকাটি ঘিরে ফেলে উদ্ধারকাজ শুরু করে। সেইসঙ্গে, চলতে থাকে চিরুনি তল্লাশির কাজ। অনুমান করা হচ্ছে, কোনও একটি গাড়ির ভিতরেই রাখা ছিল সেই বিস্ফোরকটি।

 

 

প্রসঙ্গত, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভকে কেন্দ্র করে গত মাসেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল লস অ্যাঞ্জেলসে। টানা বেশ কয়েকদিন ধরে চলেছিল সেই আন্দোলন। সঙ্গে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের মতো ঘটনাও দেখা ঘটে সেখানে। কিন্তু পুলিশ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ার জেরে, ন্যাশনাল গার্ডকে অবস্থা সামাল দিতে নামানো হয়। 

ন্যাশনাল গার্ড বলতে কী বোঝায়?

ন্যাশনাল গার্ড হল আমেরিকান সেনাবাহিনীর একটি বিশেষ উইং। দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় তাদেরকে মোতায়েন করা হয়ে থাকে। এক্ষেত্রে সেই বাহিনীকেই মোতায়েন করতে হয়েছিল। 

তাহলে কি আবার আমেরিকার মাটিতে সন্ত্রাস?

তবে লস অ্যাঞ্জেলেস পুলিশ এখনও এই বিষয়ে কিছু বলেনি। কিন্তু শুক্রবার, কার্যত ভয়াবহ ঘটনা ঘটে গেল। পুলিশের একটি বম্ব স্কোয়াডের গাড়িতে হামলাই মূলত হামলাকারীদের নিশানা ছিল বলে ফক্স টিভির তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে। সেই রিপোর্ট থেকে এও জানা যাচ্ছে যে, লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের দফতরের প্রশিক্ষণ কেন্দ্রে একটি মারাত্মক বিস্ফোরণ ঘটেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

এই ১৯টি দেশ আমেরিকার নিরাপত্তার বড় চ্যালেঞ্জ! অভিবাসন আবেদন স্থগিত ট্রাম্প প্রশাসনের
আকাশসীমায় সঙ্ঘাত! পরদিনই ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, কী বললেন মাদুরো?