লালগ্রহের মাটির তলায় রয়েছে সমুদ্র! উল্কাপাত আর ভূমিকম্প থেকেই সেই প্রমাণ পাচ্ছে নাসা

Published : May 13, 2025, 05:48 PM IST

Red Planet:মঙ্গল গ্রহ নিয়ে বিশ্বের একাধিক গবেষণা হচ্ছে। যারমধ্যে সবথেকে বেশি গবেষণা হচ্ছে যে লাল গ্রহে জল আছে না জল নেই! 

PREV
115
মঙ্গল নিয়ে গবেষণা

মঙ্গল গ্রহ নিয়ে বিশ্বের একাধিক গবেষণা হচ্ছে। যারমধ্যে সবথেকে বেশি গবেষণা হচ্ছে যে লাল গ্রহে জল আছে না জল নেই!

215
জল -তর্ক

মঙ্গল গ্রহে জল রয়েছে- বিজ্ঞানীদের এই দাবি ক্রমশই জোরালো হচ্ছে। অনেকেরই দাবি মঙ্গল গ্রহের ধুলোময় মাটির নীচেই রয়েছে জল।

315
মাটির গভীরে জল

বিজ্ঞানীদের দাবি মঙ্গলের তরল জলের একটি বিশাল আধার রয়েছে। ভূত্বকের গভীরে সেই জল আটকে রয়েছে।

415
প্রাচীন জলাশয়

মঙ্গল গ্রহ প্রচীন জলাশয়ের চিহ্ন রয়েছে। একটা সময় মঙ্গলে জল ছিল। কিন্তু কোনও কারণে এই গ্রহটি ঠান্ডা ও শুষ্ক হয়ে যায়। তারপরই জলের স্তর কোথায় যায়- সেই রহস্যের সমাধান খুঁজছিলেন বিজ্ঞানীরা।

515
নতুন গবেষণা

নতুন একটি গবেষণা রিপোর্ট বলছে মঙ্গলে জল রয়েছে। তার প্রমাণও হাতে রয়েছে বিজ্ঞানীদের।

615
নাসার রিপোর্ট

নাসার ইনসাইট মিশন থেকে প্রাপ্ত ভূমিকম্পক তথ্য ব্যবহার করে বিজ্ঞানীরা দাবি করেছে মঙ্গলের ভূপৃষ্টের ৫.৪ থেকে ৮ কিলোমিটার নিচে একটি ভূমিকম্পক তরঙ্গ ধীর হয়ে যায়। যা এই গভীরতায় জলের উপস্থিতি থাকতে পারে।

715
উর্বর মঙ্গল

বিজ্ঞানীদের দাবি মঙ্গল সর্বদাই অনুর্বর মরুভূমি ছিল না। কোটি কোটি বছর আগে এখানে নদী, হ্রদ-সবই ছিল।

815
কোন যুগের কথা!

বিজ্ঞানীদের নোয়াচিয়ান ও হেস্পোরিয়ান যুগ অর্থাৎ ৪.১ বিলিয়ন থে

915
মঙ্গলের জলের সন্ধান

মঙ্গলের চৌম্বক ক্ষেত্র ম্লান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এবং এর বায়ুমণ্ডল পাতলা হওয়ার সঙ্গে ভূপৃষ্ঠের বেশিরভাগ জল অদৃশ্য হয়ে যায়। মহাকাশে উবে যায় বলেও মনে করছেন বিজ্ঞানীরা। জলের কিছু অংশ মেরু ক্যাপে জমে গিয়েছিল, আর জলের কিছু অংশ খনিজ পদার্থের মধ্যে আটকে রয়েছে। সেই জলই জমে রয়েছে এখনও।

1015
বিজ্ঞানীদের দাবি

বিজ্ঞানীদের দাবি যে জল মঙ্গল থেকে নিখোঁজ হয়ে গেছে তা রয়েছে প্রায় ৭০০ মিটার গভীরে। মাটির গভীরে সমুদ্রও থাকতে পারে বলে অনুমান।

1115
তরঙ্গ রিপোর্ট

২০১৮ সালে নাসার ইনসাইট ল্যন্ডার একটি সংবেদনশীল সিসমোমিটার দিয়ে মঙ্গলের অভ্যন্তরের বিষদ তথ্য দিয়েছিল। সেখানেই বলা হয়েছে মাটির গভীর একটি স্থানে কম্পনের বেগ অনেকটাই কমে গিয়েছিল। তাই বিজ্ঞানীদের অনুমান সেখানেই রয়েছে জল।

1215
জলের পরিমাণ

বিজ্ঞানীদের অনুমান অ্যান্টার্কটিকার বরফের স্তরের হিসেবে মঙ্গলের জলের পরিমাণ কয়েক গুণ বেশি।

1315
উল্কাপিণ্ড ও ভূমিকম্প

বিজ্ঞানীদের কথায় ২০২১ সালে মঙ্গলে দুটি উল্কাপিণ্ড আঘাত করেছিল। যার কারণে গ্রহে ভূমিকম্প হয়। তাতেই বিজ্ঞানীরা কম্পনের মাত্রা দেখেই মঙ্গলে মটির নিচে জল রয়েছে বলে পুরোপুরি নিশ্চিত।

1415
জলের সন্ধান

মঙ্গলে জলের সন্ধনে আগামী দিনে হতে পারে রোভার ড্রিল। যা লালগ্রহে জলের ধারা ট্যপ করতে পারবে।

1515
বিজ্ঞানীদের কথা

বিজ্ঞানীদের কথায় মঙ্গলে পৃথিবীর থেকেও বেশি জল রয়েছে। একটা সময় মঙ্গল পৃথিবীর মত সবুজ ছিল - এমন তথ্য পাওয়া গেলেও তারা অবাক হবেন না 

Read more Photos on
click me!

Recommended Stories