মঙ্গলের চৌম্বক ক্ষেত্র ম্লান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এবং এর বায়ুমণ্ডল পাতলা হওয়ার সঙ্গে ভূপৃষ্ঠের বেশিরভাগ জল অদৃশ্য হয়ে যায়। মহাকাশে উবে যায় বলেও মনে করছেন বিজ্ঞানীরা। জলের কিছু অংশ মেরু ক্যাপে জমে গিয়েছিল, আর জলের কিছু অংশ খনিজ পদার্থের মধ্যে আটকে রয়েছে। সেই জলই জমে রয়েছে এখনও।