কর্মী সঙ্কটে যাত্রীচাপ সামলাতে হিমশিম অবস্থা, লস অ্যাঞ্জেলসে ব্যাহত বিমান পরিষেবা

Published : Oct 27, 2025, 11:39 AM IST

Los Angeles News: মার্কিন বিমান পরিষেবায় কর্মী সঙ্কট। যারফলে একাধিক বিমানের ওঠা-নামায় দেরি হচ্ছে। কী কারণে এই অবস্থা? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
মার্কিন বিমান বন্দরে কর্মী সঙ্কট

কর্মী সঙ্কটে ভুগছে আমেরিকার , দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের অফিস। যারফলে ব্যাহত হচ্ছে মসৃণ ভাবে বিমান পরিষেবা। সূত্রের খবর, এই কর্মী সঙ্কটের কারণে বেশকিছু বিমান দেরিতে চলাচল করছে। তেমনই, লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফ্লাইটগুলো অল্প সময়ের জন্য স্থগিত করা হয়েছিল। একই সঙ্গে, এফএএ শিকাগো, ওয়াশিংটন এবং নিউ জার্সির নিউয়ার্ক বিমানবন্দরেও কর্মী সঙ্কটের কারণে একই সমস্যা দেখা দিয়েছে। 

25
কী কারণে এই কর্মী সঙ্কট?

আমেরিকায় ফেডারেল সরকার বন্ধের কারণে বেতন ছাড়া কাজ করছেন দেশজুড়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা। এরই মধ্যে পরিবহন সচিব শন ডাফি জানিয়েছেন যে, আগামী দিনে আরও বেশি সংখ্যক ফ্লাইট বিলম্বিত ও বাতিল হতে পারে। তাঁর এই বার্তার কিছুক্ষণের মধ্যেই বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরগুলোর একটিতে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিতের নির্দেশ জারি করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ)। 

35
বেতন না মেলায় বন্ধ কাজ

সূত্রের খবর, এই বিষয়ে ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচার্স’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এক সাক্ষাৎকারে ডাফি আরও জানান যে, বেতন না পাওয়া নিয়ে উদ্বেগের কারণে আরও বেশি সংখ্যক এয়ার ট্রাফিক কন্ট্রোলার অসুস্থতার অজুহাতে কাজে আসছেন না। যারফলে আরও সঙ্কটের মুখে পড়েছে দেশজুড়ে বিমান পরিষেবা। 

45
বিমান পরিষেবায় স্থগিতাদেশ

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী সকাল ১১টা ৪২ মিনিট থেকে লস অ্যাঞ্জেলেসগামী বিমানগুলোকে তাদের নিজ নিজ বিমানবন্দরে রাখা হয়েছিল। তবে দুপুর ১টা ৩০ মিনিটে এফএএ সেই অস্থায়ী স্থগিতাদেশ তুলে নেয়। তারপর ফের শুরু হয় বিমান পরিষেবা। 

55
কী বলছে মার্কিন প্রশাসন

এদিকে, এই স্থগিতাদেশের কারণে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে কোনও সমস্যা হয়নি বলে জানা গিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যার-এর তথ্য অনুযায়ী, আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটির কারণে ডালাস ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ডালাস লাভ ফিল্ড বিমানবন্দরেই অধিকাংশ দেরিতে উড়েছে। 

Read more Photos on
click me!

Recommended Stories