ভেনেজুয়েলার মাদুরোকে অপহরণে কী 'রহস্যময় অস্ত্র' -র ব্যবহার করেছিল আমেরিকা? নিজেই জানালেন ট্রাম্প

Published : Jan 22, 2026, 03:00 PM IST

প্রশ্ন উঠছে মাদুরোকে অপহরণের সময় কী কী অস্ত্র ব্যবহার করেছিল আমেরিকা? এই প্রশ্নের উত্তররে এক অদ্ভুত রহস্য তৈরি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, মার্কিন সেনার কাছে এক অদ্ভুত অস্ত্র রয়েছে। 

PREV
15
ভেনেজুয়ালার প্রেসিডেন্ট অপহরণ

৩ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করেছিল। সীমান্ত পেরিয়ে মাদুরোর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের কাবু করে মাদুরোকে অপহরণ করা হয়েছিল। এই ঘটনায় ৪০ জন নিহত হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সৈনিকও ঘায়েল হয়নি। তাই প্রশ্ন উঠছে মাদুরোকে অপহরণের সময় কী কী অস্ত্র ব্যবহার করেছিল আমেরিকা? এই প্রশ্নের উত্তররে এক অদ্ভুত রহস্য তৈরি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

25
অস্ত্র নিয়ে রহস্য

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ মার্কিন সেনা বাহিনীর কাছে একটি বড় সাফল্য। কারণ খুব অল্প সময়ের মধ্যেই মাত্র কয়েক জন মার্কিন সেনা মাদুরোকে অপহরণ করে নিয়ে চলে যায় আমেরিকা। ভেনেজুয়েলার সেনা বাহিনী দীর্ঘ সময় পরে তা টের পেয়েছিল। আর মাদুরোর ব্যক্তগত নিরাপত্তরক্ষীরাও অস্ত্রের ব্যাপারে এখনও পর্যন্ত সঠিক কোনও বার্তা দিতে পারছে না। শুধুমাত্র তারা জানিয়েছিল, তাদের হঠাৎ করেই বমি পেয়েছিল। অনেকেই বমি করেছিল। তারপরই তারা জ্ঞান হারিয়ে ফেলে।

35
মার্কিন প্রেসিডেন্টের দাবি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট অপহরণে মার্কিন যুক্তরাষ্ট্র কী অস্ত্র ব্যবহার করেছিল তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট প্রথমেই জানিয়ে দিয়েছিলেন সেই অভিযানে একটি রহস্যময় অস্ত্র ব্যবহার করা হয়েছিল। তিনি আরও জানিয়েছিলেন , সে জাতীয় অস্ত্র ও সামরিক প্রযুক্তি বিশ্বের আর অন্য কোনও দেশের নেই।

45
এবার ট্রাম্পের মন্তব্য

মাদুরো অপহরণ নিয়ে এবার ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিয়েছে সেই রহস্যময় অস্ত্র সম্পর্কে বিশ্বের অন্য কোনও দেশ বা অন্য কোনও মানুষ জানুক তা তিনি চান না। নিউজনেশন-এর ক্যাটি পাভলিচকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, 'আমেরিকা যে অস্ত্র প্রয়োগ করেছে এটির সম্পর্কে কেউ কিছুই জানে না।' তারপরই তিনি বলেন, অস্ত্রটি সম্পর্কে কেউ কিছু জানুক তা তিনি চান না।

55
কী ট্রাম্পের 'রহস্যময় অস্ত্র'?

বিভিন্ন মার্কিন সূত্রে যা জানা যাচ্ছে তা হল মাদুরো অপহরণে মার্কিন যুক্তরাষ্ট্র সোনিক ওয়েপন ব্যবহার করেছিল। সোনিক ওয়েপন হল শব্দাস্ত্র হলো এমন এক ধরনের প্রযুক্তি যা অত্যন্ত উচ্চ-শক্তির শব্দ তরঙ্গ ব্যবহার করে লক্ষ্যবস্তুকে অক্ষম বা দিকভ্রান্ত করতে ব্যবহৃত হয় । প্রথাগত অস্ত্রের মতো এতে কোনও গুলি বা বিস্ফোরক লাগে না, বরং শব্দের তীব্রতাকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। যদিও ট্রাম্প বলেছিলেন, 'আসলে এই অস্ত্র সম্পর্কে কেউ জানুক, এটা চাই না। আমার মনে হয়, এটা নিয়ে বেশি কথা না বলাই ভাল। তবে আমাদের হাতে যে এ রকম একটা অস্ত্র আছে, এটা বলতে পারি'।

Read more Photos on
click me!

Recommended Stories