মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে কেন শান্তিতে নোবেল দেওয়া হল না? অকপট জবাব নরওয়ের প্রধানমন্ত্রীর

Published : Jan 20, 2026, 09:54 AM IST

Donald Trump On ভারত-পাক যুদ্ধ থামানো থেকে শুরু গাজায় শান্তি প্রতিষ্ঠা সব কিছুর কৃতিত্ব নাকি তার একা! তবুও তাকে দেওয়া হচ্ছে না শান্তিতে নোবেল পুরস্কার। এবার বিষয়টি  নিয়ে মুখ খুললেন নরওয়ের প্রধানমন্ত্রী। কী বলেছেন তিনি? বিশদে জানতে পড়ুন আরও…

PREV
15
ট্রাম্পকে বার্তা নরওয়ের প্রধানমন্ত্রীর

নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে সোমবার এক বিবৃতিতে জানান, তিনি রবিবার বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি বার্তা পেয়েছেন। ওই টেক্সট বার্তায় ট্রাম্প বলেন, ‘’নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়ে তার হতাশার সঙ্গেই গ্রিনল্যান্ড দখলের উদ্যোগের বিষয়টি যুক্ত রয়েছে।'' 

25
নোবেল শান্তি পুরস্কার নিয়ে অকপট জবাব

নরওয়ের প্রধানমন্ত্রী আরও জানান, নোবেল পুরস্কার বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে সরকারের কোনও ভূমিকা নেই এবং এ বিষয়ে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘’নোবেল পুরস্কার রাজনৈতিক কর্তৃপক্ষের প্রভাবমুক্তভাবে স্বাধীন নোবেল কমিটি দ্বারা প্রদান করা হয়।'' তিনি আরও উল্লেখ করেন, এই বিষয়টি তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন।

35
গ্রিনল্যান্ড ইস্যুতে শুল্কবৃদ্ধি

গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শুল্ক বৃদ্ধি নিয়ে নরওয়ে, ফিনল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশের বিরুদ্ধে অবস্থানের প্রতিবাদ জানাতে নরওয়ের প্রধানমন্ত্রী ও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব একযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেন। নরওয়েজীয় নেতার ভাষ্য অনুযায়ী, ওই যোগাযোগের কিছুক্ষণ পরই সংশ্লিষ্ট বার্তাটি পৌঁছায়।

45
ট্রাম্পকে বিশেষ বার্তা

নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে জানান, তিনি নিশ্চিত করতে পারেন যে উক্ত বার্তাটি তিনি গতকাল বিকেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি টেক্সট মেসেজ হিসেবে পেয়েছেন। স্টোরে বলেন, ওই মেসেজটি তিনি একই দিনের শুরুতে নিজের পক্ষ থেকে এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্টের পক্ষেও পাঠানো একটি সংক্ষিপ্ত বার্তার জবাবে পাঠানো হয়েছিল।

55
উত্তেজনা প্রশমনের আহ্বান

নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে জানান, ওই বার্তায় নর্ডিক দেশগুলোর নেতারা পরিস্থিতি উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে শুল্ক হুমকি নিয়ে আলোচনার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি ফোনালাপের প্রস্তাব দেন। তবে ট্রাম্পের জবাব ভিন্ন সুরে আসে। নিজের লিখিত প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, “আপনাদের দেশ আমাকে আটটি যুদ্ধ থামানোর জন্য নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি আর কেবল শান্তির কথা ভাবার কোনো বাধ্যবাধকতা অনুভব করি না।” তিনি আরও বলেন, এখন থেকে তিনি “যুক্তরাষ্ট্রের জন্য যা ভালো ও যথাযথ, সেটির ওপরই” গুরুত্ব দেবেন।

Read more Photos on
click me!

Recommended Stories