Trump on Tariff: দ্বিতীয়বার মার্কিন মসনদে বসার পর থেকেই একের পর এক শুল্কবান জারি করেই যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবার নতুন করে শুল্ক ধার্য করলেন তিনি। কোন কোন দেশের জন্য নয়া এই কর নীতি? বিশদে জানুন…
মার্কিন মসনদে দ্বিতীয়বারের জন্য বসার পর থেকেই একের পর এক নীতি গ্রহন করেই চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। কর নিয়ে চলছে কড়াকড়ি। এরই মধ্যে ফের নতুন কর আরোপের কথা ঘোষণা করলেন তিনি।
28
ট্রাম্পের দাবি
নয়া শুল্ক নীতি নিয়ে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সমাজ মাধ্য ট্রুথ সোশ্যালে একটি বার্তা পোস্ট করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, ১ অগাস্ট থেকে মেক্সিকো ও ইউরোপী. ইউনিয়নের দেশগুলির উপর জারি হবে নতুন কর নীতি।
38
ট্রাম্পের রোষানলে কোন কোন দেশ
সূত্রের খবর, বাণিজ্য নীতি না মানায় এবং আমেরিকার বিরুদ্ধে গিয়ে ব্যবসা বাণিজ্য করায় মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির উপর বাড়তি শুল্ক চাপাতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প।
জানা গিয়েছে, আগামী ১ অগাস্ট থেকে মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির উপর ৩০ শতাংশ বাড়তি শুল্ক চাপাতে চলেছে আমেরিকা। আমেরিকার বারবার জানানো সত্ত্বেও মেক্সিকো থেকে মাদক পাচারে কোনওরকম রাশ টানেনি মেক্সিকো সরকার যার জেরেই এই পদক্ষেপ।
58
মেক্সিকোর বিরুদ্ধে একাধিক অভিযোগ ট্রাম্পের
জানা গিয়েছে, শুধু মাদক পাচারেই লাগাম নয়, মেক্সিকোর বিরুদ্ধে রয়েছে আরও কিছু মারাত্মক অভিযোগ। যেমন, ব্যবসা-বাণিজ্যে ভারসাম্যহীনতা এবং আমেরিকার বিরুদ্ধে গিয়ে একাধিক বাণিজ্যনীতি।
68
সবথেকে বেশি শুল্ক কোন দেশের উপর?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন। যা তার সাম্প্রতিক বাণিজ্যনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল। এর আগে, ট্রাম্প প্রশাসন আরও সাতটি দেশকে তাদের শুল্কনীতির আওতায় এনেছে বলে জানা গিয়েছে।
78
ট্রাম্পের রোষানলে ভারত ও চিন!
শুধু ব্রাজিলই নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানলে রয়েছে বন্ধু রাষ্ট্র ভারত ও চিন। শোনা গিয়েছে, পুতিনকে শিক্ষা দিতে ভারত ও চিনের উপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করতে পারে আমেরিকা। যার ফলে রাশিয়া থেকে তেল আমদানিতে ব্যাপক ধাক্কা খাবে ভারত ও চিন বলেই মনে করা হচ্ছে।
88
কোন কোন দেশে শুল্ক বাড়তি শুল্ক চাপিয়েছেন ট্রাম্প?
ব্রাজিল, মেক্সিকো, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি ছাড়াও ট্রাম্পের অতিরিক্ত শুল্কবানে বিদ্ধ মায়ানমার ও লাওস, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড,কাম্বোডিয়া সহ একাধিক দেশ।