কোভিড মামলায় মার্কিন আদালতে চিনের হার, জরিমানা দিতে হবে ২১ লক্ষ ৯১ হাজার ৫৮২ কোটি টাকা

Published : Mar 08, 2025, 04:54 PM IST

কোভিড -১৯ সম্পর্কিত একটি মামলায় হিসেব ওলটপালট করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের। 

PREV
110
কোভিড মামলা

কোভিড -১৯ সম্পর্কিত একটি মামলায় হিসেব ওলটপালট করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের।

210
বড় জয়

মর্কিন আদালতে চিনের বিরুদ্ধে মামলায় বড় জয় পেল মিসৌরি প্রশাসন।

410
জরিমানার অঙ্ক

মার্কিন আদালত চিনকে ২৪০০ কোটি ডলার ক্ষতিপুরণ দিতে নির্দেশ দিয়েছে। ভারতীয় মুদ্রায় ২১ লক্ষ ৯১ হাজার ৫৮২ কোটি টাকা।

510
মামলায় বিষয়

চিনের সরকারের বিরুদ্ধে করোনা অতিমারি চলাকালীন পিপিই কিট-সহ গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জামের উৎপাদন, ক্রয় ও রফতানিতে বাধা দেওয়ার এবং সরঞ্জাম মজুদ করার অভিযোগ আনা হয়েছিল ওই মামলায়।

610
রায় ঘোষণা

করোনা মহামারিকালেই দায়ের করা হয়েছিল মামলা। প্রায় ৫ বছর পরে রায় ঘোষণা করেছে আমেরিকার এক ফেডারেল বিচারক।

710
বিচারকের মন্তব্য

মিসৌরির অ্যাটর্নি জেনারেল অ্যান্ড্রু বেইলি এক বিবৃতিতে বলেছেন, বিশ্বে কোভিড-১৯ ছড়িয়ে দেওয়ার জন্য চিনের বিরুদ্ধে লড়াইয়ে এটি মিসৌরি তথা আমেরিকার জন্য একটি যুগান্তকারী জয়।

810
আদালতে গরহাজির চিন

যদিও এই মামলায় চিনের পক্ষ থেকে কেউ আদালতে উপস্থিত ছিল না। তারপরেও প্রায় এক তরফাই মামলার শুনানি হয়।

910
চিনকে হুঁশিয়ারি

বিচারপতি চিনকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, 'চিনের তরফে আদালতে কেউ হাজির হতে রাজি হননি, কিন্তু এর অর্থ এই নয় যে তারা অকথ্য দুর্ভোগ এবং অর্থনৈতিক ধ্বংসযজ্ঞ চালিয়ে পার পেয়ে যাবে। আমরা চিনের মালিকানাধীন সম্পত্তি বাজেয়াপ্ত করে প্রতিটি পয়সা আদায় করব।'

1010
সোশ্যাল মিডিয়ায় পোস্ট

বিচারপতি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, 'ওহে চিন, তোমার কাছে মিসৌরি ২৪০০ কোটি ডলার পায়। আমরা আদালতে জিতেছি। টাকা মেটাও, না হলে আমরা মিসৌরিতে থাকা তোমাদের সম্পত্তি এবং কৃষি জমি বাজেয়াপ্ত করা শুরু করব।'

click me!

Recommended Stories