সংক্ষিপ্ত

গত বছর প্রতিরক্ষা বাজেট ছিল ৬.২২ লক্ষ কোটি টাকা। এটি তখনকার জিএসটির ১.৯২ শতাংশ। সেই অর্থে চলতি বছরে প্রতিরক্ষা বাজেট প্রায় ৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

নিত্যদিন চিন আর পাকিস্তানের মত দুই প্রতিবেশি দেশের মোকাবিলা করতে হলেও প্রতিরক্ষা বাজেটে (defense budget) বড় বরাদ্দের কথা ঘোষণা করেননি নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। গত বছরের তুলনায় বরাদ্দ কমেছে মাত্র ০.১ শতাংশ। চলতি বছর কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2025) অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রতিরক্ষা খাতে ৬.৮১ লক্ষ কোটি টাকার বাজেট পেশ করেছে। যা দেশীয় মোট জিএসটির মাত্র ১.৯১ শতাংশ।

গত বছর প্রতিরক্ষা বাজেট ছিল ৬.২২ লক্ষ কোটি টাকা। এটি তখনকার জিএসটির ১.৯২ শতাংশ। সেই অর্থে চলতি বছরে প্রতিরক্ষা বাজেট প্রায় ৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নির্মলা সীতারামনের পেশ করা হিসেব অনুসারে প্রতিরক্ষা মন্ত্রক সব মিলিয়ে ৬,৮১,২১০.২৭ কোটি টাক পাবে। তারমধ্যে একটি নির্দিষ্ট অংশ অর্থাৎ ১,৮০,০০০ কোটি টাকা খরচ করতে হবে পরিষেবা খাতে। একটি বড় অংশ খরচ করা হবে সেনা বাহিনীর পেনশনের জন্য। পেনশনের জন্য বরাদ্দ করা হয়েছে ২৩.৬০ শতাংশ অর্থাৎ ১,৬০,৭৯৫ কোটি টাকা। যা গত বছরের তুলনায় মাত্র ১৩.৮ শতাংশ।

গত বছর বাজেটের সময় প্রতিরক্ষা ইস্যুতে ভারত সরকার দুটি বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করেছে। একটি হল মেক ইন ইন্ডিয়া অন্যটি হল আত্মনির্ভর ভারত। কেন্দ্রীয় সরকারের এই দুই প্রকল্পের কারণেই গত বছর প্রচুর পরিমাণে দেশীয় প্রযুক্তিতেত অস্ত্র ও যুদ্ধের সরঞ্জাম তৈরি করেছে ভারত। এই প্রকল্পগুলির জন্য খরচ করা হয়েছি ১.২৬ কোটি টাকা। প্রতিরক্ষা সরঞ্জামের রফতানিও বাড়িয়েছে ভাতর। যার আর্থিক মূল্য ২১.০৮৩ কোটি টাকা।

চলতি বছর বাজেটে আধুনিকীকরণের জন্য বরাদ্দকৃত মূলধন বাজেটের একটি বড় অংশ খরচ করা হবে নতুন যুদ্ধবিমান, ড্রোন, আর্টিলারি বন্দুক, ট্যাঙ্ক, পদাতিক যুদ্ধযান এবং হেলিকপ্টার কিনতে। বরাদ্দ করা হয়েছে ১.৮০ লক্ষ কোটি টাকা। এবছরের বাজেট বরাদ্দে অন্তর্ভুক্ত করা হয়েছে ৩.১১ লক্ষ কোটি টাকার রাজস্ব ব্যয় এবং ১.৬ লক্ষ কোটি টাকার পেনশন সংক্রান্ত ব্যয়ভার।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।