বাইডেনের আসনে প্রস্তাবিত কমলা হ্যারিস! নাকি প্রগতিশীল ডেমোক্র্যাটের মনোনীত অন্য কেউ, কে থাকবেন দৌঁড়ে এগিয়ে?

তিনি হলেন আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ ও প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট। কড়া আইনজীবী হিসেবেও তাঁর বেশ পরিচিতি রয়েছে। এখন শুধু মাত্র অপেক্ষা যে জো বিডেন-এর মনোনীত নাম নাকি অন্য কোনও নাম উঠে আসে এই তালিকায়।

রাষ্ট্রপতি জো বিডেন রবিবার হোয়াইট হাউসের জন্য ২০২৪ সালের নির্বাচণের দৌড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। নিজের স্থানে যোগ্য উত্তরসূরি হিসেবে প্রস্তাব করেছেন কমলা হ্যারিস-এর নাম। তবে ডেমোক্র্যাট শিবিরে কমলা হ্যারিস-এর অনেকে সমালোচকও আছেন। তাঁদের মতে, আইনজীবী থাকাকালীন হ্যারিস ছোটখাটো অপরাধের জন্যও অপরাধীদের কড়া সাজা দিয়েছিলেন তিনি। আর কমলা-র এই বিষয়গুলি প্রগতিশীল ডেমোক্র্যাটের একাংশের অপছন্দ ।

কমলা হ্যারিস ছিলেন ক্যালিফর্নিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ ও প্রথম মহিলা অ্যাটর্নি জেনারেল। ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসই হলেন আমেরিকার এমন প্রথম সেনেটর। নির্বাচনী প্রচারে অভিবাসন সেই সঙ্গে অপরাধ সংক্রান্ত ইস্যু যা কমলাকে এগিয়ে রাখতে পারে বলেই মনে করছেন অনেকে। আবার কূটনীতিবিদদের অনেকেই মনে করছেন, প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে বাকিদের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস।

Latest Videos

কেনই বা পিছিয়ে থাকবেন কমলা! বাইডেন নিজে তাঁর নাম প্রস্তাব করেছেন। এছাড়া কমলার রয়েছে রাজনৈতিক, প্রশাসনিক ও আইনি অভিজ্ঞতা। তিনি হলেন আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ ও প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট। কড়া আইনজীবী হিসেবেও তাঁর বেশ পরিচিতি রয়েছে। এখন শুধু মাত্র অপেক্ষা যে জো বিডেন-এর মনোনীত নাম নাকি অন্য কোনও নাম উঠে আসে এই তালিকায়।

Share this article
click me!

Latest Videos

'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের