
US-Pakistan Relations: সন্ত্রাসবিরোধী হিসেবে এবং জঙ্গিদমনে পাকিস্তানের সাফল্যের প্রশংসা করল আমেরিকা (us pakistan relations latest news)। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা জানাল, সন্ত্রাসের বিরুদ্ধে নাকি লড়াই করছে পাকিস্তান! আর নিরন্তর এই লড়াইতে সাফল্যও এসেছে ভরপুর (us pakistan relations)।
তবে শুধু পাকিস্তানেই নয়, গোটা বিশ্বেই সন্ত্রাসদমনে পাকিস্তানের সাফল্যের ভূয়সী প্রশংসা করেছে মার্কিন প্রশাসন। মঙ্গলবার, ইসলামাবাদে আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে সন্ত্রাসবিরোধী কার্যকলাপ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আর সেই আলোচনার পরেই, একটি যৌথ বিবৃতি দেয় দুই দেশ। সেখানে উঠে আসে সন্ত্রাস দমনে পাকিস্তানের ভূমিকা এবং সেই সম্পর্কিত একাধিক প্রসঙ্গ।
তাছাড়া পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদী হামলার ঘটনার তীব্র নিন্দা এবং প্রাণহানির জন্য সমবেদনাও জানিয়েছে আমেরিকা। তারা বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছে। আঞ্চলিক, গোটা পৃথিবীর শান্তি এবং নিরাপত্তার জন্য সন্ত্রাসবাদী কার্যকলাপ দমনে পাকিস্তান যথেষ্ট সফল একটি দেশ।’’
সেখানে লেখা হয়েছে, "পাকিস্তানে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় সাধারণ মানুষ এবং আইন প্রণয়নকারী সংস্থার সদস্যদের হতাহতের জন্য আমেরিকা সমবেদনা প্রকাশ করেছে।’’ সেই বিবৃতিতে জাফর এক্সপ্রেসে হামলার প্রসঙ্গটিও উল্লেখ করা হয়েছে। সেইসঙ্গে, খুজ়দারের একটি স্কুলে হামলার বিষয়টি নিয়েও উদ্বেগপ্রকাশ করেছে আমেরিকা।
উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর থেকে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কার্যত, তলানিতে গিয়ে ঠেকেছে। সেই সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর জেরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের মোট নয়টি জঙ্গিঘাঁটি উড়িয়ে দেওয়া হয়। এদিকে ভারত প্রথম থেকেই দাবি করে এসেছে, পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদীরা রীতিমতো ঘাঁটি গেড়ে বসে আছে।
যদিও পাকিস্তান আবার প্রথম থেকেই সেই দাবিকে উড়িয়ে দিয়েছে। তাদের পাল্টা যুক্তি হল, সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের ফলে পাকিস্তানের অনেক ক্ষতি হচ্ছে। তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবসময় অভিযান জারি রেখেছে। তবে তাতেও কিন্তু কিছু লাভ হয়নি। এখনও দুই দেশের মধ্যে টানাপড়েন অব্যাহত রয়েছে। তার মাঝেই এবার আমেরিকার সঙ্গে সম্পর্ক জোরদারের ক্ষেত্রে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে পাকিস্তান।
একদিকে বাণিজ্যচুক্তি এবং শুল্ক নিয়ে ভারতের সঙ্গে আমেরিকার একটা সমস্যা চলছেই। সম্প্রতি আবার খনিজ তেল নিয়ে আমেরিকার সঙ্গে পাকিস্তানের চুক্তি হয়েছে। ওদিকে রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতের উপর ৫০% শুল্ক আরোপ করেছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। সেই সূত্রেই এবার, পাকিস্তানের সঙ্গেও তাদের ঘনিষ্ঠতা অনেকটা বেড়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের।
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির আবার বলেছেন, ‘‘আমরা একটি পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় যে, আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব।’’ এই মন্তব্যের পাল্টা ভারতের বিদেশমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘‘ভারত পরমাণু হুমকির সামনে কোনওভাবেই মাথা নত করবে না। আগেও তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ গ্রহণ করব।’’
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বালোচ বিদ্রোহী গোষ্ঠী ‘বালোচিস্তান লিবারেশন আর্মি’ (বিএলএ)-কে বিদেশি জঙ্গি সংগঠন বলে ঘোষণা করে দিয়েছে আমেরিকা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।