Donald Trump: 'ইজরায়েল-ইরান শিশুদের মতো মারপিট করছিল, বকুনি দিতে হয়েছে,' দাবি ট্রাম্পের

Published : Jun 25, 2025, 06:04 PM ISTUpdated : Jun 25, 2025, 06:26 PM IST
Donald Trump

সংক্ষিপ্ত

Israel-Iran War: ভারত-পাকিস্তান সংঘর্ষ (India-Pakistan Tension) থামানোর কৃতিত্ব যেভাবে দাবি করেছিলেন, ঠিক সেভাবেই ইজরায়েল-ইরান যুদ্ধ থামানোরও কৃতিত্ব দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। 

Donald Trump on Israel-Iran war: 'স্কুলে শিশুরা যেভাবে ঝগড়া, মারপিট করে, ঠিক সেভাবেই ইজরায়েল (Israel) ও ইরান (Iran) লড়াই করছিল। ওদের ঠিক পথে আনার জন্য কড়া শব্দ ব্যবহার করতে হয়েছে।' প্রকাশ্যে অশালীন শব্দ ব্যবহার করা নিয়ে এভাবেই সাফাই দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। সম্প্রতি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে অশালীন শব্দ ব্যবহার করেন ট্রাম্প। ন্যাটো (NATO) সম্মেলনের পর এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘ওরা (ইজরায়েল ও ইরান) যুদ্ধবিরতিতে রাজি হয়ে যায়। ওদের মধ্যে প্রচণ্ড লড়াই হয়। স্কুলে দুই শিশু যেভাবে লড়াই করে, ঠিক সেভাবেই লড়াই করে ইজরায়েল ও ইরান। ওরা ভয়ঙ্কর লড়াই করে। ওদের থামানো যায় না। ওদের দুই বা তিন মিনিট লড়াই করতে দিতে হয়। তারপর ওদের থামানো সহজ।’

ট্রাম্পের পাশে ন্যাটো প্রধান

ট্রাম্পের কথা সমর্থন করে ন্যাটো সচিব মার্ক রাট (NATO Secretary-General Mark Rutte) বলেছেন, 'বাচ্চাদের থামানোর জন্য বাবাকে মাঝেমধ্যে কড়া শব্দ ব্যবহার করতে হয়।' সে কথা শুনে ট্রাম্প বলেন, 'আপনাকে কঠোর শব্দ ব্যবহার করতে হয়। মাঝেমধ্যে নির্দিষ্ট শব্দ ব্যবহার করতে হয়।' মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার কথা ঘোষণা করলেও, পশ্চিম এশিয়ায় এখনও শান্তি ফেরেনি। ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ সত্যিই থেমে গিয়েছে কি না, সে বিষয়ে বিশ্বজুড়ে জল্পনা চলছে। এই যুদ্ধে ইজরায়েলের পক্ষে দাঁড়িয়ে ইরানকে আক্রমণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাল্টা মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এই পরিস্থিতিতে যুদ্ধ নিয়ে ফের মুখ খুললেন ট্রাম্প

ন্যাটো সম্মেলনে ইজরায়েল-ইরান যুদ্ধ নিয়ে আলোচনা

নেদারল্যান্ডসে (Netherlands) অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ইজরায়েল-ইরান যুদ্ধ নিয়েই বেশি আলোচনা হয়েছে। ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলিকে সামরিক খাতে খরচ ৫ শতাংশ করে বাড়ানোর অনুরোধ জানিয়েছেন ট্রাম্প। তবে ন্যাটো সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়বে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

এই ১৯টি দেশ আমেরিকার নিরাপত্তার বড় চ্যালেঞ্জ! অভিবাসন আবেদন স্থগিত ট্রাম্প প্রশাসনের
আকাশসীমায় সঙ্ঘাত! পরদিনই ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, কী বললেন মাদুরো?