Donald Trump on US Visa: চাইলেই আর হচ্ছে না আমেরিকা যাওয়া, ৪১টি দেশের ওপর নিষেধাজ্ঞা ট্রাম্পের

Published : Mar 15, 2025, 04:55 PM IST
Donald Trump

সংক্ষিপ্ত

এই তালিকার প্রথমেই রয়েছে মোট ১০টি দেশের নাম। তালিকার প্রথম ভাগে থাকা দেশগুলির নাগরিকদের আমেরিকায় যাওয়ার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করার কথা ভাবছে বলে আমেরিকার সংবাদ মাধ্যম সূত্রে খবর জানা গিয়েছে (World News)।

ওয়াশিংটন: চাইলেই এবার থেকে আর ঘুরতে যেতে পারবেন না আমেরিকায়। দ্বিতীয়বার ক্ষমতায় এসেই আমেরিকার উন্নয়নে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছেন ট্রাম্প। এবার মার্কিনমুলুকে ঘুরতে যাওয়া বা কাজের প্রয়োজনে সেই দেশে যেতে হলে পড়তে পারেন সমস্যায়। কারণ, বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খববর, আমেরিকায় (America News) প্রবেশের ক্ষেত্রে অন্তত ৪১টি দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে ট্রাম্প সরকার।

সূত্রের খবর, এই তালিকার প্রথমেই রয়েছে মোট ১০টি দেশের নাম। তালিকার প্রথম ভাগে থাকা দেশগুলির নাগরিকদের আমেরিকায় যাওয়ার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করার কথা ভাবছে বলে আমেরিকার সংবাদ মাধ্যম সূত্রে খবর জানা গিয়েছে (World News)। এই নির্দেশ কার্যকর হলে এই দেশগুলির কোনও নাগরিককে আমেরিকায় প্রবেশের জন্য ভিসা দেওয়া হবে না। এই তালিকায় থাকা দেশের মধ্যে রয়েছে আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা এবং উত্তর কোরিয়ার মতো বেশ কয়েকটি দেশ।

আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা দেশের তালিকায় দ্বিতীয় ভাগে রয়েছে অর্থাৎ আংশিক নিষেধাজ্ঞা রয়েছে মোট পাঁচটি দেশের ওপর (International News)। এই দেশগুলির উপর নানা কারণে আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে এই দেশের নাগরিকদের। এই দেশগুলির নাগরিকদের আমেরিকায় ভ্রমণ, উচ্চশিক্ষা ও অভিবাসনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞার প্রভাব থাকবে। এই তালিকায় থাকা দেশগুলির মধ্যে রয়েছে হাইতি, লাওস, দক্ষিণ সুদান, মায়ানমার এবং এরিট্রিয়াক।

আমেরিকায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা দেশের তালিকায় তৃতীয় ভাগে রয়েছে মোট ২৬টি দেশের নাম। এই দেশগুলি নাগরিকদের উপরে শর্ত সাপেক্ষে বিশেষ কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে মার্কিন সংবাদ সংস্থা গুলির দাবি। মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, এই তালিকায় ২৬টি দেশ রয়েছে। যাদের উপর বেশ কয়েকটি শর্ত আরোপ করেছে মার্কিন সরকার। সেই শর্ত পূরণ না হলে এই দেশ গুলির উপর আংশিক নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। এই তালিকায় রয়েছে পাকিস্তান, ভুটানের মতো দেশের নাম। তবে এই তিন মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে নেই ভারত ও চিনের নাম (India China)। যারফলে ভারতীয় এবং চিনারা সহজেই প্রবেশ করতে পারবেন আমেরিকায়।

প্রসঙ্গত, এই তালিকা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে আমেরিকার এক সরকারি আধিকারিক। এখনও মার্কিন প্রশাসনের চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি বলেও জানিয়েছেন ঐ মার্কিন আধিকারিক। তবে এই সিদ্ধান্ত কার্যকর হলে বেশ সমস্যায় পড়তে পারে এই সমস্ত দেশের নাগরিকরা। এমনটাই মত আন্তর্জাতিক মহলের। এখন দেখার ট্রাম্পের (Donald Trump) এই নীতি আদৌ কার্যকর হয় কি না!

PREV
click me!

Recommended Stories

এই ১৯টি দেশ আমেরিকার নিরাপত্তার বড় চ্যালেঞ্জ! অভিবাসন আবেদন স্থগিত ট্রাম্প প্রশাসনের
আকাশসীমায় সঙ্ঘাত! পরদিনই ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, কী বললেন মাদুরো?