Donald Trump on Modi: ৫০ শতাংশ হারে শুল্ক আরোপের পর থেকেই চরমে ভারত-মার্কিন সম্পর্ক। আর সেই সঙ্ঘাতের আবহে এবার নরেন্দ্র মোদীকে নিয়ে নব্বই ডিগ্রি ঘুরে বিশেষ বার্তা ট্রাম্পের। কী বললেন মার্কিন প্রেসিডেন্ট? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
ভারত-চিন ও রাশিয়া জোট ইস্যুতে মন্তব্যের কয়েক ঘন্টা পরই ভোলবদল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার তার মুখে ফের শোনা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা। ভারতকে বিশেষ বন্ধু বলে উল্লেখ করে ট্রাম্পের মুখে শোনা গেল ভারতের ওপর মার্কিন শুল্ক আরোপের কথাও।
25
কী বললেন মার্কিন প্রেসিডেন্ট?
শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সুসম্পর্কের কথা বলেন। তিনি বলেন, ‘’ভারত রাশিয়ার কাছ থেকে সস্তকায় তেল কিনছে তাতে আমি হতাশ।'' খানিক পরেই তিনি আরও জানান, মোদীর সঙ্গে তার সম্পর্কের মধুরতার বিষয়ে।
35
আর কী বললেন মার্কিন প্রেসিডেন্ট
এই বিষয়ে ট্রাম্প আরও বলেন, ‘’আমার মনে হয় না হারিয়ে ফেলেছি। ভারত এত তেল রাশিয়ার কাছ থেকে কিনছে, এতে আমি খুব হতাশ। সেটা ওদের জানিয়েছি। ভারতের উপর আমরা খুব বড় একটা শুল্ক আরোপ করেছি ৫০ শতাংশ। এটা খুবই চড়া শুল্ক। মোদীর সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। আপনারা তো সেটা জানেন। মাস দুয়েক আগেই উনি এখানে এসেছিলেন। এমনকি, আমরা রোজ গার্ডেনে গিয়ে সাংবাদিক বৈঠকও করেছিলাম।''
একই সঙ্গে ট্রাম্প আরও বলেন, ‘’ভারতের সঙ্গে আমি সবসময়ই ভালো সম্পর্ক রাখতে প্রস্তুত। সবসময় আমি মোদীর বন্ধু থাকব। উনি খুব ভালো প্রধানমন্ত্রী। বন্ধুত্ব সবসময় থাকবে, শুধু এই মুহূর্তে উনি যা করছেন, সেটা আমার ভালো লাগছে না। তবে ভারত এবং আমেরিকার মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। ভয় পাওয়ার কিছু নেই।''
55
চরমে ভারত-মার্কিন সম্পর্ক
গত অগাস্ট মাস থেকেই ভারতের ওপর আমেরিকার ৫০ শতাংশ হারে শুল্ক আরোপের পর থেকেই দুই দেশের মধ্যে সঙ্ঘাত তুঙ্গে। এমনকি রাশিয়া থেকে সস্তায় ভারতের তেল কেনা শুরু থেকে চিনের সাংহাই সম্মেলন নিয়ে ভারত-চিন-রাশিয়াকে একযোগে তোপ দেগেছেন ডোনাল্ড ট্রাম্প। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তিনি। কিন্তু শুক্রবার সন্ধ্যায় হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে ভারত ইস্যুতে অন্য সুর শোনা গেল ট্রাম্পের গলায়।