কমপিউটারে-ই মাথা রেখেই ঘুমিয়ে পড়ল ক্লান্ত নার্স, করোনা মোকাবিলার এই ছবি নজর কাড়ল বিশ্বের

  • চিন থেকে সরে গিয়ে করোনার নতুন এপিসেন্টার হয়েছে ইউরোপ
  • ইউরোপের মধ্য়ে সবচেয়ে বেশি আক্রান্ত দেশ হল ইতালি
  • সেই ইতালির এক নার্সের ছবি গোটা বিশ্বজুড়ে ভাইরাল হয়েছে
  • কাজের চাপ সামলাতে গিয়ে তিনি কি-বোর্ডের ওপর ঝুঁকে পড়েছেন

ল্য়াপটপের ওপর ঝুঁকে পড়েছে ক্লান্ত শরীরআধোঘুমে আর ক্লান্তিতে  জুড়়িয়ে এসেছে চোখহয়তো-বা একটু ঝিমিয়ে পড়েছেন তিনিহয়তো-বা কোনফাঁকে একটু ঘুমিয়েই পড়েছেনকরোনাবিধ্বস্ত ইতালির নার্স এলেনা পাগলিয়ারিনির এই সাদাকালো ছবিই এখন গোটা দুনিয়াকে যেন মনে করিয়ে দিচ্ছে ফ্লোরেন্স নাইটএঙ্গেলের কথা

করোনার এপিসেন্টার এখন চিন থেকে সরে এসেছে ইউরোপেহু জানাচ্ছে,  গত কয়েকদিনে ইউরোপে যত সংখ্য়ক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, তা চিনকেও ছাড়িয়ে গিয়েছে আর ইউরোপের মধ্য়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ইতালি ইতালিতে করোনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্য়া দাড়িয়েছে ১৪০০ আক্রান্তের সংখ্য়া ২১০০০ ছাড়িয়েছে বলাই বাহুল্য়, এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপ পড়ছে ডাক্তার আর নার্সদের ওপরদেশের সমস্ত হাসপাতালের ইনটেনসিভ কেয়ার বেডের চারভাগের একভাগই এখন করোনা আক্রান্তদের দখলে

Latest Videos

এমনিতে, ইতালির অর্থনীতির প্রাণকেন্দ্র লামবার্ডিতে বিশ্বমানের স্বাস্থ্য়  পরিষেবা পাওয়া যায় সারাবছর করোনার মরসুমে সেখানকার ডাক্তার ও স্বাস্থ্য়কর্মীদের ঘুম উধাও হয়ে যাওয়ার জোগাড় পাগলিয়ারিনি সেখানকারই একজন নার্স নিজের এই ভাইরাল ছবি দেখে তাঁর প্রতিক্রিয়া, "সব জায়গায় ছবিটা দেখে একদিক থেকে আমি খুব চিন্তিত নিজের দুর্বলতা এইভাবে প্রকাশ করার জন্য় আমি লজ্জিত আবার একইসঙ্গে আমি খুশিও বটে  অনেকেই এই ছবি দেখে আমাকে খুব ভাল মেসেজ পাঠাচ্ছেন, আমার প্রতি সহানুভূতি প্রকাশ করছেন আসলে কী জানেন, আমি ঠিক শারীরিকভাবে ক্লান্ত বোধ করি না  আমি টানা ২৪ ঘণ্টাও কাজ করতে পারি স্বচ্ছন্দে কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা আমি লুকোতে চাই না আমি খুব ভীত এখন কারণ এখন আমরা একজন অজানা শত্রুর (করোনাভাইরাসের) বিরুদ্ধে যুদ্ধ করে চলেছি"

সব খারাপেরই বোধহয় ভাল দিক থাকেডাক্তার-নার্স ও রোগীর মধ্য়েকার সম্পর্ক যখন তলানিতে গিয়ে ঠেকেছিল, তখন করোনার চিকিৎসাকে ঘিরে তা যেন আবার ভরসা জাগিয়ে বেঁচে উঠল নতুন করে

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury