এক অদ্ভুত মহাজাগতিক ঘটনার সাক্ষী রইল জাপান। রবিবার ভোরে জাপানের আকাশ ভরে যায় মহাজাগতিক আলোয়। এক উল্কপাতের দৃশ্য ভাইরাল হয় নেটদুনিয়ায়। সেই মহাজাগতিক আলো একশো মাইল দূর থেকে দেখতে পান দেশে বসবাসকীরা।
স্থানীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, অত্যান্ত উজ্বল একটি উল্কা জাপানের আকাশের ওপর দিয়ে যাচ্ছিল। আর সেটি বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে বিস্ফোরিত হয়ে যায়। আর সেই উল্কার আলোয় ভরে যায় গোটা আকাশ। বিস্তীর্ণ এলাকা আলোকিত হয়ে যায়। অন্ধকার থাকায় সেই আলো অনেক দূর থেকে দেখা যায়। স্থানীয় একটি তারামণ্ডলের অধিকর্তা জানিয়েছেন, উল্কাপাতের আলো পূর্ণিমার রাতকেও হার মানিয়েছিল।
জাপানের একটি টিভি চ্যানেল এনএইচকে ওয়ার্ল্ড নাউজ উল্কাপাতের বেশ কয়েকটি ভিডিও ট্যুইট করে। তারপরই সেটি ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। ভিডিওগুলি থেকে বোঝা যাচ্ছে শিজুকা, ওকায়ামা, কেওটো, ইয়ামগুচি শহরগুলি থেকে সেই উল্কপাতের দৃশ্য দেখা গেছে।