এক নম্বরে একাধিক ফোন থেকে হোয়াটসঅ্যাপ, এমন অনেক সুবিধা নিয়ে হোয়াটসঅ্যাপ বেটা

নতুন বৈশিষ্ট্য নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ। একই নম্বরে একাধিক ফোন থেকে হোয়াটসঅ্যাপ করা যাবে। একাধিক ডেস্কটপ বা ল্যাপটসে একসঙ্গে হোয়াটসঅ্যাপ ওয়েবে লগিন করা যাবে। তবে কবে থেকে এই সুবিধা পাওয়া যাবে জানা যায়নি।  

Tamalika Chakraborty | undefined | Published : Nov 18, 2019 6:12 PM

বিশ্বের দরবারে ক্রমেই জনপ্রিয় হচ্ছে হোয়াটসঅ্যাপ।  সব থেকে দ্রুত মেসেজ পাঠানোর জন্য মানুষ এখন সব থেকে বেশি হোয়াটসঅ্যাপকেই ভরসা করেন।  সম্প্রতি হোয়াটসঅ্যাপ নতুন বেশ কয়েকটি ফিচার আনার ইঙ্গিত দিয়েছে। ফেসবুকের মালিকাধীন হোয়াটসঅ্যাপ জানিয়েছে, একটি নম্বরে একের বেশি ফোনে হোয়াটস অ্যাপ যাতে ব্যবহার করা যায় তার চেষ্টা করা হচ্ছে। শুধু মোবাইল নয়, একের বেশি ডিভাইসে যাতে হোয়াটস অ্যাপ ব্যবহার করা যায়, সেই বিষয়ে কাজ চলছে। তবে কবে থেকে গ্রাহক এই সুবিধা পাবে, সেই বিষয়ে হোয়াটসঅ্যাপের তরফে কোনও মন্তব্য করা হয়নি। 

পুরীতে বেড়াতে গিয়ে মোবাইলে নগ্ন ছবি, ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ আত্মীয়ের

Latest Videos

একাধিক মোবাইলে একই নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকলে গ্রাহককে  প্রথমে সংস্থার তরফে যাচাই করে নেওয়া হবে। হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের ক্ষেত্রেও অনেক সীমাবদ্ধতা আছে। হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের জন্য স্মার্ট ফোনকে ডেস্কটপের কাছে রাখতে হয়। এছাড়া হোয়াটসঅ্যাপ ওয়েবও একসঙ্গে একটি মাত্র ল্যাপটপে বা ডেস্কটপে ব্যবহার করা হয়ে থাকে।  এই ধরনের সীমাবদ্ধতা এড়ানোর জন্য হোয়াটস অ্যাপ ক্রমাগত কাজ করে চলেছে বলে  ফেসবুকের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে। 

অযোধ্যা রায়ের পর জেড ক্য়াটাগরির নিরাপত্তা মুসলিম বিচারপতিকে, সিদ্ধান্ত কেন্দ্রের

জানা গিয়েছে, ফেসবুকের সঙ্গে হোয়াটসঅ্যাপ সরাসরি যোগাযোগ করার একটা পরিকল্পনা করা হয়েছে। হোয়াটসঅ্যাপ বেটার নতুন সংস্করণে এই ধরনের বেশ কয়েকটি ফিচার আসতে চলেছে বলে ফেসবুকের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তথ্য গোপনীয়তাটা বিষয়টি সবার প্রথম প্রাধান্য দেওয়া হচ্ছে। যার ফলে হোয়াটসঅ্যাপে নতুন কয়েকটি ফিচার আসার বেশ কয়েকটি দিক খতিয়ে দেখার প্রয়োজন আছে। তবে হোয়াটসঅ্যাপ ইঙ্গিত দিয়েছে, খুব শীঘ্রই এই ফিচার সাধারণ মানুষ উপলব্ধ করতে পারবেন। 

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন