জেলেনস্কির পর কার হাতে থাকবে ইউক্রেনের দায়িত্ব, পরিকল্পনা তৈরি বললেন মার্কিন বিদেশমন্ত্রী

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন রাশিয়ানরা তাঁকে হত্যা করতে বদ্ধ পরিকর। ক্রেমলিনের নির্দেশে শত শত ভাড়াটে রুশ গুন্ডা ইউক্রেনের ঢুকে পড়েছে।

২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ (Russia-Ukraine war) ঘোষণা করেছে। তারপর থেকে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। কিন্তু এখনও পর্যন্ত রুশ সেনাকে প্রতিহত করার জন্য ইউক্রেনের মাটি আঁকড়ে পড়ে রয়েছন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr zelensky)। তিনি যুদ্ধের ইউক্রেন ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাবেন না, তা আগেই ভিডিও বার্তায় স্পষ্ট করে দিয়েছিলেন। তিনি জানিয়েছেন কিয়েভে থেকেই রুশ সেনার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন তিনি। কিন্তু এখন প্রশ্ন হল রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ যদি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মৃত্যু হল তাহলে কী হবে। তারই উত্তর দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন (US Secretary of State Anthony Blinken)। তিনি বলেছেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে এমনি এমনি হার মানবে না ইউক্রেন। জেলেনস্কির পরবর্তী প্ল্যান তৈরি রেখেছে ইউক্রেন। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন রাশিয়ানরা তাঁকে হত্যা করতে বদ্ধ পরিকর। ক্রেমলিনের নির্দেশে শত শত ভাড়াটে রুশ গুন্ডা ইউক্রেনের ঢুকে পড়েছে। তারা এখন কিয়েভে সক্রিয়। যেকোনও সময়ই তাঁকে হত্যা করা হতে পারে। 

Latest Videos

পশ্চিমের একাধিক দেশও জেলেনস্কির দাবিকে সমর্থন করেছে। তারা বলেছেন মস্কোর গুপ্তচরদের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন ভাড়াটে গুন্ডারা রাশিয়ার ইউক্রেন দখলের আগেই কিয়েভে ঢুকে পড়েছে। ইউক্রেন জুড়েই তাদের সক্রিয় উপস্থিতি রয়েছে। 


জেলেনস্কির হত্যা প্রসঙ্গে একটি সংবাদ চ্যালেনে কথা বলতে গিয়ে মার্কিন বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন  বলেছেন ইউক্রেনের সরকার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অসাধারণ নেতৃত্ব দিচ্ছে। সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন জেলেনস্কি। ব্লিঙ্কেন আরও বলেন তিনি ইউক্রেনের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী সেই কমিটিতে রয়েছেন যারা দেশটির ধারাবায়িকতা বজায় রাখার বিষয় নিয়ে আলোচনা করেছে। ইউক্রেনের বিদেশমন্ত্রী তাঁকে আশ্বস্ত রয়েছে পরবর্তী পরিকল্পনা তৈরি রয়েছে। 

তবে এখনও পর্যন্ত দমে যাননি জেলেনস্কি। তিনি এদিনও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, "রাশিয়া ঘোষণা করেছে যে আগামীকাল তারা আমাদের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানে বোমা হামলা চালাবে। শহরে এখনও বেসামরিক লোক রয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। কিন্তু এই নিয়ে আমি আজ কোনো রাষ্ট্রপ্রধানকে  এর  প্রতিক্রিয়া দেখাতে দেখিনি। এমনটাই জানিয়েছে কিয়েভ ইনডিপেনডেন্ট নামের সংবাদ পত্র। প্রতিবেদে বলা হয়েছে, জেলেনস্কি খারকিভ, চেরনিহিভ, মারিউপোল, খেরসন, হোস্টোমেল এবং ভলনোভাখাকে সম্মানসূচক উপাধি "হিরো সিটি" দেন। তিনি আরও বলেছেন যুদ্ধে যারা নৃশংসতা করেছে তাদের প্রত্যেককেই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। যারা তাদের দেশে নাশকতা ছড়াচ্ছে শান্তি বিঘ্ন করছে তাদের কাউকে ছাড়া হবে না। 

Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের