নারী দিবসে দেশ বাঁচানোর অঙ্গীকার, রুশ সেনাকে ঠেকাতে বন্দুক হাতে তুলেছেন এই ইউক্রেনীয় সেলিব্রিটিরা

Published : Mar 08, 2022, 09:54 AM IST
নারী দিবসে দেশ বাঁচানোর অঙ্গীকার, রুশ সেনাকে ঠেকাতে বন্দুক হাতে তুলেছেন এই ইউক্রেনীয় সেলিব্রিটিরা

সংক্ষিপ্ত

ধারেভারে রাশিয়ার থেকে ছোট দেশ হলেও সম্মুখসমরে পুতিন সেনাকে রোজই নাস্তানাবুদ করছে ইউক্রেন। এমনকী হাতে অস্ত্র তুলে নিয়েছেন বহু সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরাও। 

প্রায় দু-সপ্তাহের কাছাকাছি সময় হয়ে গেল ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। ধারেভারে রাশিয়ার থেকে ছোট দেশ হলেও সম্মুখসমরে পুতিন সেনাকে রোজই নাস্তানাবুদ করছে ইউক্রেন। এমনকী হাতে অস্ত্র তুলে নিয়েছেন বহু সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরাও। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, রাশিয়া যে ইউক্রেনের সেনাবাহিনীকে দুর্বল ভেবে তিন-চার দিনের মধ্যে পরাজিত করার স্বপ্ন দেখছিল, তা এখনও অধরাই রয়েছে গিয়েছে। এদিকে ইউক্রেনের সামরিক বাহিনীতে নারীদের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হচ্ছে। আসলে এখনও পর্যন্ত ইউক্রেনের মহিলা সাংসদ সদস্য থেকে শুরু করে বিউটি কুইনরা রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে মাঠে নামার কথা বলেছেন।
 

এদিকে যুদ্ধ চলাকালীন শুরু থেকেই সকলের নজর কেড়েছেন মিস ইউক্রেন আনাস্তাসিয়া লেনা। তিনি সাফ জানিয়েছিলেন সঙ্কটজনক মুহূর্তে রাশিয়ান হানাদারদের বিরুদ্ধে হাতে বন্দুক নিতে তিনি প্রস্তুত। এমনকী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বন্দুক হাতে ছবিও পোস্ট করেছেন তিনি। একই সঙ্গে তিনি লিখেছেন- "যে ব্যক্তি দখলদারির উদ্দেশ্যে ইউক্রেন সীমান্তে প্রবেশ করবে, তাকে হত্যা করা হবে।" এছাড়াও, আনাস্তাসিয়া পোস্টটির সাথে #standwithukraine #handsoffukraine হ্যাশট্যাগও দিয়েছেন। আনাস্তাসিয়ার এই পোস্টটি ইউক্রেনের হাজার হাজার মানুষ শেয়ার করেন। শেয়ার হয় আন্তর্জাতিক মহলেও। এরপরই ধন্যবাদ জানিয়ে তিনি ফের লেখেন, "আমি আমার দেশের মানুষের সমর্থনের ঋণী। সমর্থন, ইউক্রেনের সবাই, আমরা প্রতিদিন রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করব।"

আরও পড়ুন- শান্তির বার্তা দিতে বাংলার বুকে করা হল মহাযজ্ঞের আয়োজন

আরও পড়ুন-খুশিতে ৩৬ হাজার রসগোল্লা বিতরণ তৃণমূল কাউন্সিলরের

আরও পড়ুন- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা বাড়ি ফিরল ৩ পড়ুয়া, খুশির হাওয়া পরিবারে


অন্যদিকে রাশিয়া বিরোধী লড়াইয়ে শুরু থেক নজর কেড়েছেন ইউক্রেনের সাংসদ তথা দেশের জনপ্রিয় নেত্রী কিরা রুদিক। তিনিও রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সামরিক বাহিনী গড়ে তোলার কথা বলেছিলেন। ইউক্রেনের এই সাংসদ বন্দুক হাতে ইনস্টাগ্রামে তাঁর ছবি পোস্ট করে রাশিয়াকে ঠেকানোর কথা বলেছিলেন। কালাশনিকভ বন্দুক হাতে সম্প্রতি পোস্ট করা তাঁর ছবি ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে ইউক্রেনের পক্ষে অস্ত্র হাতে নেওয়া দ্বিতীয় আইন প্রণেতার নাম লেস্যা ভাসিলেনকো। যিনিও একটানা রাশিয়ার বিরুদ্ধে সুর চড়িয়ে গিয়েছেন। তিন সন্তানের জননী লেসিয়া বলেছেন, “শত্রুরা যখন দেশ আক্রমণ করছে, তখন প্রতিটি ইউক্রেনীয় নারীর দায়িত্ব হল বন্দুক হাতে প্রস্তুতি নেওয়া। তাদের পরিবারকে শত্রুর হাত থেকে রক্ষা করাও আমাদের প্রধান কাজ। কারণ জীবনের একটাই নিয়ম, আপনি আক্রান্ত হলে বন্দুক থেকে গুলি চালাতে দেরি করবেন না।” তাঁর পোস্টও ব্যাপক শেয়ার হয় সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুন- ‘দ্য ওয়ারিয়ার ডেমোক্র্যাট শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়’, ধনখড়ের হাতে প্রকাশ পাচ্ছে নতুন বই

PREV
click me!

Recommended Stories

বিস্ফোরক বা মাদক আছে বলে সন্দেহ, লন্ডনে মহসিন নকভির গাড়ি তল্লাশি পুলিশের
LIVE NEWS UPDATE: 'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার