কাঁচের শহর তৈরিতে প্রতিদিনে ৮ জন করে শ্রমিকের মৃত্যু সৌদিআরবে, মৃত ২১ হাজার, নিখোঁজ লক্ষাধিক

Published : Nov 15, 2024, 05:00 PM IST
Neom

সংক্ষিপ্ত

সৌদি আরবের NEOM প্রকল্পে ২১ হাজার শ্রমিকের মৃত্যুর খবর সামনে এসেছে। প্রকল্পের সিইও পরিবর্তন ও বিল্ডিং-এ পাখিদের মৃত্যুর আশঙ্কা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

সৌদি আরবের NEOM প্রকল্পের কথা অনেকেরই জানা। সৌদি আরবে ১০০ মাইল দীর্ঘ এবং প্রায় ১ হাজার ৫০০ ফুট উঁচু দুই সমান্তরাল ভবন নিয়ে গড়ে উঠতে চলেছে নিওম শহর।

সূত্রের খবর, বাইরে কাচের আবরণে ঢাকা সুদীর্ঘ ভবন দুটি দেশটির উপকূলীয়, পার্বত্য ও মরুভূমির বুক চিড়ে গড়ে উঠেছে। ১ ট্রিলিয়ন ডলার খরচ করে বানানো হচ্ছে শহরটি। এটি বাসিন্দাদের এক অদ্ভুতপূর্ব জীবনের অভিজ্ঞতা দেবে এবং পারিপার্শ্বিক প্রকৃতিকেও রক্ষা করবে।

NEOM প্রকল্পের সিইও নদমি আল নসরকে পদ থেকে অপসারণ করেছে। বর্তমানে নদমিকে অপসারণের কারণ এখনও জানা যায়নি। ২০১৮ সালে এই পদে ছিলেন নদমি আল-নসর। এবার সৌদি সরকার আইমান আল মুদাইফারকে NEOM প্রকল্পের নতুন সিইও নিযুক্ত করেছে। এদিকে NEOM প্রকল্পের সময় মতো শেষ না হওয়া ও ক্রমবর্ধমান খরচের কারণে সৌদি সরকার অত্যন্ত হতাশ।

এবার NEOM প্রকল্পের নিয়ে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে। এই প্রকল্পে কাজ করতে গিয়ে ২১ হাজার শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রতিদিন গড়ে ৮ জন করে শ্রমিকের মৃত্য়ু হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ২১ হাজার শ্রমিকের মৃত্যু হয়েছে।

এই সকল মৃত শ্রমিকের মধ্যে আছে ১৪ হাজার ভারতীয়, ৫ হাজার বাংলাদেশি অবং পাকিস্তানি শ্রমিক। এক মিডিয়া রিপোর্ট দাবি করেছে ১ লক্ষের বেশি মানুষ কাজ করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে।

এদিকে এই প্রোজেক্ট কয়ক শো পাখির মারণ ফাঁদ হবে হলে অধিকাংশ দাবি করেছে। পাখিরা এই উঁচু বিল্ডিং-এ ধাক্কা খেতে পরে।

PREV
click me!

Recommended Stories

জাপানে মাত্র ১০ ফুট গভীরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
মহাকাশে নক্ষত্রে বিরাট বিস্ফোরণ! প্রথম ক্লোজ-আপ ছবি তুললেন বিজ্ঞানীরা, দেখুন