কাঁচের শহর তৈরিতে প্রতিদিনে ৮ জন করে শ্রমিকের মৃত্যু সৌদিআরবে, মৃত ২১ হাজার, নিখোঁজ লক্ষাধিক

সৌদি আরবের NEOM প্রকল্পে ২১ হাজার শ্রমিকের মৃত্যুর খবর সামনে এসেছে। প্রকল্পের সিইও পরিবর্তন ও বিল্ডিং-এ পাখিদের মৃত্যুর আশঙ্কা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

সৌদি আরবের NEOM প্রকল্পের কথা অনেকেরই জানা। সৌদি আরবে ১০০ মাইল দীর্ঘ এবং প্রায় ১ হাজার ৫০০ ফুট উঁচু দুই সমান্তরাল ভবন নিয়ে গড়ে উঠতে চলেছে নিওম শহর।

সূত্রের খবর, বাইরে কাচের আবরণে ঢাকা সুদীর্ঘ ভবন দুটি দেশটির উপকূলীয়, পার্বত্য ও মরুভূমির বুক চিড়ে গড়ে উঠেছে। ১ ট্রিলিয়ন ডলার খরচ করে বানানো হচ্ছে শহরটি। এটি বাসিন্দাদের এক অদ্ভুতপূর্ব জীবনের অভিজ্ঞতা দেবে এবং পারিপার্শ্বিক প্রকৃতিকেও রক্ষা করবে।

Latest Videos

NEOM প্রকল্পের সিইও নদমি আল নসরকে পদ থেকে অপসারণ করেছে। বর্তমানে নদমিকে অপসারণের কারণ এখনও জানা যায়নি। ২০১৮ সালে এই পদে ছিলেন নদমি আল-নসর। এবার সৌদি সরকার আইমান আল মুদাইফারকে NEOM প্রকল্পের নতুন সিইও নিযুক্ত করেছে। এদিকে NEOM প্রকল্পের সময় মতো শেষ না হওয়া ও ক্রমবর্ধমান খরচের কারণে সৌদি সরকার অত্যন্ত হতাশ।

এবার NEOM প্রকল্পের নিয়ে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে। এই প্রকল্পে কাজ করতে গিয়ে ২১ হাজার শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রতিদিন গড়ে ৮ জন করে শ্রমিকের মৃত্য়ু হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ২১ হাজার শ্রমিকের মৃত্যু হয়েছে।

এই সকল মৃত শ্রমিকের মধ্যে আছে ১৪ হাজার ভারতীয়, ৫ হাজার বাংলাদেশি অবং পাকিস্তানি শ্রমিক। এক মিডিয়া রিপোর্ট দাবি করেছে ১ লক্ষের বেশি মানুষ কাজ করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে।

এদিকে এই প্রোজেক্ট কয়ক শো পাখির মারণ ফাঁদ হবে হলে অধিকাংশ দাবি করেছে। পাখিরা এই উঁচু বিল্ডিং-এ ধাক্কা খেতে পরে।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury