মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ১২টা ৫৫ মিনিটে আঘাত হানে ভূমিকম্প। এই কম্পনের উৎপত্তিস্থল ছিল মাটি থেকে ১০৬.৮ কিমি গভীরে। তবে, এই কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, গভীর রাতে এই কম্পনটি অনুভূত হয় বাংলাদেশের চট্টগ্রামের একাধিক এলাকায়।