মালিতে কাজ করতে গিয়ে জঙ্গিদের খপ্পরে ৫ ভারতীয়, খোঁজ খবর শুরু করেছে বিদেশমন্ত্রক

Published : Nov 08, 2025, 01:10 PM IST
mali five indians kidnapped by armed group isis alqaeda terror threat

সংক্ষিপ্ত

মালিতে কাজ করতে গিয়েই বিপাকে পাঁচ জন ভারতীয়। সেই দেশই বর্তমানে সন্ত্রাসবাদীদের শক্ত ঘাঁটি। আল-কায়দা, আইএস-এর মত জঙ্গি গোষ্ঠীর দাপট বেড়েছে মালিকে। সেখানেই রুজি রুটির জন্য গিয়ে জঙ্গিদের কবলে পড়ল পাঁচ জন ভারতীয়। 

অশান্ত মালি। আর সেখানে কাজ করতে গিয়েই বিপাকে পাঁচ জন ভারতীয়। পশ্চিম আফ্রিকার মালি। সেই দেশই বর্তমানে সন্ত্রাসবাদীদের শক্ত ঘাঁটি। আল-কায়দা, আইএস-এর মত জঙ্গি গোষ্ঠীর দাপট বেড়েছে মালিকে। সেখানেই রুজি রুটির জন্য গিয়ে জঙ্গিদের কবলে পড়ল পাঁচ জন ভারতীয়। কোন জঙ্গি সংগঠন এই ভারতীয়দের অপহরণ করেছে তা এখনও জানা যায়নি।

আল কায়দা ও আইএস জঙ্গি গোষ্ঠীদের সামলাতে হিমশিম খাচ্ছে মালি-র সেনাবাহিনী। গোটা দেশ জুড় তৈরি হয়েছে অরাজকতা। তাই এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠনের হাতে ভারতীয়রা বন্দি তা এখনও জানা যায়নি। যদিও বিদেশ মন্ত্রক এই বিষয়ে খোঁজ খবর নিচ্ছে। অন্যদিকে অপহরণকারীদের পক্ষ থেকে এখনও পর্যন্ত দায় শিকার করা হয়নি। পাশাপিশি অপহরণের জন্য কোনও মুক্তিপণও এখনও জঙ্গি সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়নি।

মালির পশ্চিম প্রদেশের কোবরি এলাকা থেকে ওই ভারতীয়দের অপহরণ করা হয়েছে বলে জানা গিয়েছে। কোবরির কাছেই একটি বিদ্যুৎ সংক্রান্ত প্রজেক্টে কাজ করতে গিয়েছিলেন ওই পাঁচ ভারতীয়। সেখান থেকেই অপহরণ করা হয় তাঁদের। আন্তর্জাতিক সংবাদসংস্থাকে এই খবর দিয়েছেন ওই প্রজেক্টের ঠিকাদারি সংস্থার এক প্রতিনিধি। পরিস্থিতির কথা মাথাতে রেখে ওই প্রজেক্টে কর্মরত বাকি ভারতীয়দের রাজধানী বামাকোতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন ঠিকাদারি সংস্থার ওই প্রতিনিধি। সূত্রের খবর, আল কায়েদা কিংবা আইএস মদতপুষ্ট কোনও সন্ত্রাসবাদী সংগঠনই অপহরণ করেছে ওই ভারতীয়দের। বিষয়টি খতিয়ে দেখছে ভারতের বিদেশমন্ত্রক।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: অষ্টম পে কমিশনের মাঝে নয়া চমক, DA বাড়ছে সরকারি কর্মীদের, এক ক্লিকে জেনে নিন বিস্তারিত
অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে