Viral Video: মর্মান্তিক! "আমি মরতে চাই" ৭ বছরের শিশুর আবদার শুনলে চোখে জল চলে আসবে

Published : Jun 25, 2024, 10:10 AM IST
Child Labour

সংক্ষিপ্ত

মর্মান্তিক! "আমি মরতে চাই" ৭ বছরের শিশুর আবদার শুনলে চোখে জল চলে আসবে

প্রায় ৩৭ হাজার ছাড়িয়েছে নিহতের সংখ্যা। মৃত্যুমেলা শুরু হয়েছে গাজা ভূখণ্ডে। ইজরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ৪২ জন। তবে এই সংখ্যা একেবারেই অনুমানিক ভিত্তিক। আসল মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি বলেই ধারনা করা যেতে পারে।

বাদ নেই শিশুরাও। মারাত্মক ভাবে আহত হয়েছে শিশুরা। গাজার হাসপাতালগুলোতে থিকথিক করছে শিশুদের মৃতদেহ। অপুষ্টিজনিত কারণেও মারা গিয়েছে হাজার হাজার শিশু। এভাবে যুদ্ধ চললে দুর্ভিক্ষ যে লাগবেই তা আগেই অনুমান করেছিল রাষ্ট্রপুঞ্জ। সেই অনুমানই একেবারে পরিষ্কার হয়ে গেল।

গাজার কিছু ভয়ঙ্কর ছবি মাঝেমধ্যে প্রকাশ পাচ্ছে সমাজমাধ্যমে। ভেসে উঠছে কান্নার স্রোত। এমনই এক সাত বছরের শিশুর ভিডিও দেখে শোকের ছায়া নেমেছে সমাজমাধ্যমে। গাজার এই শিশুটি বলেছে" আমি মরে যেতে চাই। খাবার নেই, জল নেই, মা-বাবা বেঁচে নেই, আমি মরে যেতে চাই"। রাতের পর রাত জেগে রয়েছে শিশুরা, ভয় পেলেও জড়িয়ে ধরার কেউ নেই। তাই হৃদরোগে আক্রান্ত হয়েই মারা যাচ্ছে বেশিরভাগ শিশুরা।

PREV
click me!

Recommended Stories

Board of Peace: ট্রাম্পের 'বোর্ড অফ পিস'-র ক্ষমতা কতটা, এখনও পর্যন্ত কোন কোন দেশ যোগ দিয়েছে?
এআই যুদ্ধেও অনেক এগিয়ে; চিনকে যা ভাবা হয়েছিল তা নয়, বললেন ডিপমাইন্ড প্রধান