
রুশ সেনাদের পাথরে পরিণত করল এলিয়েন: এলিয়েন নিয়ে সকলের মনেই রয়েছে নানান প্রশ্ন। ভিন গ্রহের প্রাণী সত্যিই আছে কি না তা জানতে চান সকলেই। এই নিয়ে জল্পনারও শেষ নেই। নানান গবেষণা, আলোচনা হয়েছে। তবে, এখনও নিশ্চিত তথ্য মেলেনি। এবার প্রকাশ্যে এল এলিয়েন সংক্রান্ত এক চমকপ্রদ তথ্য।
আমেরিকার গুপ্তচর সংস্থা CIA-র গোপন নথি উঠে এসেছে চর্চায় ওই নথিতে দাবি করা হয়েছে, ভিনগ্রহীদের সঙ্গে সরাসরি সংঘর্ষ বেঁধেছিল রাশিয়ার। আর এই সংঘর্ষে বলি হয়েছিল ২৩ সেনা। ২৩ জন রুশ সেনাকে পাথরে রূপান্তরিত করে দেন এলিয়েনরা।
ঘটনাটি ১৯৮৯ অথবা ১৯৯০ সালের। নথিতে দাবি করা হয়েছে, সাইবেরিয়ায় সামরিক প্রশিক্ষণ চলাকালীন একদল রুশ সৈনিক ভিনগ্রহীদের সংস্পর্শে আসে। সে সময় সংঘর্ষের কারণে ২৩ জন রুশ সেনাকে পাথরে রূপান্তরিত করে দেন এলিয়েনরা।
নথি অনুসারে, এলিয়েনের সাক্ষাত পাওয়ার বিষয়টি চেপে গিয়েছিল তদন্তকারী সোভিয়েত ইউনিয়ন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন হয়। ভেঙে যায় গুপ্তচর সংস্থা কেজিবি। তাই গোপন কথা আর গোপন থাকেনি। সেই রিপোর্টে প্রত্যক্ষদর্শীদের বয়ানও আছে। এক রুশ সৈনিকের পাথর হয়ে যাওয়ার ছবিও মিলেছে বলে দাবি।
রিপোর্ট অনুসারে, প্রশিক্ষণ চলাকালীন খুব নীচ দিয়ে ভিনগ্রহীযান উড়ে যেতে জেখেন রুশ সেনারা। প্লেটের মতো দেখতে এই যান মাথার ওপর দিয়ে উড়ে যেতে দেখে অবাক হয়। শত্রুপক্ষের হানা ভেবে ক্ষেপনাস্ত্র ছোড়েন তারা। যানটি আছড়ে পড়ে। তারপর ভিতর থেকে পাঁচ খর্বাকৃতির এলিয়েন বেকিয়া আসে। রিপোর্টে বলা হয়েছে, তাদের মাথা ছিল বড়। চোখ ছিল কালো এবং বড় বড়। তারা সেখান থেকে বের হয়ে গোল করে দাঁড়ায়। এক সময় তাদের ভিতর থেকে উজ্জ্বল আলো বেরিয়া আসে। সেই আলোয় পাথর হয়ে যায় ২৩ জন সেনা। সেনা ছাউনিক কিছুটা নীচে ছিলেন ২ জন। তারা আলোর বিস্ফোরণের আঁচ এড়াতে পারেন বলে দাবি করেছেন রিপোর্টে।
২০০০ সাল নাগাদ সামনে আসে এই রিপোর্ট। কানাডা ও ইউক্রেনের সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ পায়। যা ফের উঠে এসেছে খবরে।