ক্যালিফোর্নিয়ার দাবানলে ৩০,০০০ একর পুড়ে ছাই! বাইডেনের ইতালি সফর বাতিল

Published : Jan 10, 2025, 12:58 AM IST
ক্যালিফোর্নিয়ার দাবানলে ৩০,০০০ একর পুড়ে ছাই! বাইডেনের ইতালি সফর বাতিল

সংক্ষিপ্ত

এই দাবানলে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আগুনের লেলিহান শিখা যেন একেবারে সবকিছুকে ছাই করে দিচ্ছে। আকাশ পুরো কালো ধোঁয়াতে ঢেকে গেছে। তীব্র শুষ্ক বাতাসের জেরে, আগুন নিয়ন্ত্রণের সকল চেষ্টাই ব্যর্থ হয়েছে। দাবানলে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এক হাজারেরও বেশি বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। এক লক্ষেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে অন্যত্র। 

আর তার জেরে ইতালি সফর বাতিল করে দিলেন রাষ্ট্রপতি বাইডেন। ক্যালিফোর্নিয়ার দাবানলে মোট ত্রিশ হাজার একর জমি পুড়ে গেছে। মোট ৬টি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। সান্তা মনিকা এবং মালিবুর মধ্যবর্তী প্যালিসেডস এলাকায় প্রায় ১৫,৮৩২ একর জমি পুড়ে গেছে। মাত্র এক শতাংশ আগুন নেভানো সম্ভব হয়েছে এখনও অবধি। সান গ্যাব্রিয়েল পর্বতমালার তলদেশে ইটন অঞ্চলে প্রায় ষোল হাজার একর জমি পুড়ে গেছে। হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। পাঁচজনের মৃত্যু হয়েছে এই অঞ্চলে। 

ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার। সান ফার্নান্দোর উত্তরে হার্স্ট অঞ্চলে প্রায় ৮৫০ একর জমি পুড়ে গেছে। উডলি পার্কের কাছে চতুর্থ দাবানলটি ঘটেছে। ভেনচুরা কাউন্টির অলিভাসে পঞ্চম দাবানলের ঘটনাটি ঘটেছে। অ্যাক্টন এলাকার লিডিয়া অঞ্চলেও দাবানল হয়েছে। বিখ্যাত ব্যক্তিদের বাসস্থান যে অঞ্চলে, সেটিও বেশ ঝুঁকির মধ্যে রয়েছে। সান্তা আনা বাতাস যা ‘শয়তানের বাতাস’ নামে পরিচিত, এই দাবানলের প্রধান কারণ। আগুন নেভানোর জন্য অতিরিক্ত জল ব্যবহারের জেরে লস অ্যাঞ্জেলেসে পানীয় জলের ঘাটতি দেখা গেছে। ইতালি সফর বাতিল করে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ইতিমধ্যেই দাবানলকে মহাবিপর্যয় হিসেবে ঘোষণা করেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

সাত সকালে সেনাঘাঁটি লক্ষ্য করে এয়ার স্ট্রাইক, ফের সঙ্ঘাতে থাইল্যান্ড-কাম্বোডিয়া
হামাসকে জঙ্গি সংগঠন ঘোষণা করুক ভারত, ইজরায়েলের দাবি- নতুন বিপদ আসছে