কোভিড আক্রান্ত কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন, G20 সম্মেলনে বিশ্বের একাধিক শীর্ষ নেতার সংস্পর্ষেও এসেছিলেন তিনি

Published : Nov 15, 2022, 09:15 AM ISTUpdated : Nov 15, 2022, 09:42 AM IST
Hun Sen

সংক্ষিপ্ত

দেরি করে বালিতে পৌঁছনর কারণে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে নৈশভোজ করতে পারেননি তিনি। সকলের নিরাপত্তার খাতিরে মঙ্গলবারই কম্বোডিয়ান প্রতিনিধিদল দেশে ফিরে যাবে।

G20 সম্মেলনের পরেই কোভিড আক্রান্ত কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। মঙ্গলবার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি। উল্লেখ্য G20 সম্মেলনে জো বাইডেন-সহ প্রায় ডজনেরও বেশি দেশের শীর্ষ নেতৃত্বে সংস্পর্ষে এসেছিলেন তিনি। মঙ্গলবার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জানান তাঁর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও কোনও লক্ষণ অনুভব করতে পারছেন না এখনও। আরও উদ্বেগের বিষয় G20 সম্মেলনের দরুণ দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রায় আট দেশের শীর্ষনেতাদের সংস্পর্ষে এসেছিলেন তিনি। অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস সম্মেলনে মাস্ক ছাড়াই হুন সেনের সঙ্গে আলাপচারিতা চালিয়েছিলেন দক্ষিণ-পূর্ব এশিয়ার আটটি দেশ-সহ মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, অস্ট্রেলিয়া এবং কানাডার নেতারা। এই পরিস্থিতে সংক্রমণের বিষয় যথেষ্ট চিন্তায় বিশ্ব।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন মঙ্গলবার একটি ফেসবুক পোস্টে লিখেছেন, 'প্রিয় দেশবাসী, আমি কোভিডে আক্রান্ত হয়েছি।' পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে ইন্দোনেশিয়ায় G20 সম্মেলনে যাওয়ার আগে থেকে নিয়মিত তিনি কোভিড টেস্ট করিয়েছিলেন, কিন্তু প্রতিবারই রিপোর্ট নেগেটিভ ছিল। তিনি আরও লেখেন,'আমি নিশ্চিত নই কোনখান থেকে এই ভাইরাস সংক্রমিত হয়েছে। ইন্দোনেশিয়া পৌঁছনর পর সন্ধ্যায় আমার যে নমুনা নেওয়া হয়েছিল তাঁর ফলাফই পজিটিভ এসেছে।

তবে দেরি করে বালিতে পৌঁছনর কারণে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে নৈশভোজ করতে পারেননি তিনি। সকলের নিরাপত্তার খাতিরে মঙ্গলবারই কম্বোডিয়ান প্রতিনিধিদল দেশে ফিরে যাবে। অর্থাৎ চলতি সপ্তাহের শেষের দিকে ব্যাংককে অনষ্ঠিত APEC শীর্ষ সম্মেলনে চীনা রাষ্ট্রপতি শি জিনপিং এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন।

 

আরও পড়ুন - 

টুইটার, মেটা ও মাইক্রোসফটের পর এখন অ্যামাজন, ১০ হাজার মানুষকে ছাঁটাই করার প্রস্তুতি

বাড়ি নয়- এবার একটা আস্ত গ্রামই বিক্রি হয়ে যাবে, কিনতে চাইলে জানুন বিস্তারিত তথ্য

কোভিড -লকডাউন নিয়ে জিংপিং সরকারের সমালোচনায় সরব চিন, কিন্তু গ্রেফতারি এড়াতে নিল অন্য ব্যবস্থা

PREV
click me!

Recommended Stories

অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে
News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে