
Vancouver Filipino Festival Attack: কানাডার (Canada) ভ্যাঙ্কুভারে (Vancouver) লাপু লাপু ডে ফেস্টিভ্যাল (Lapu Lapu Day Festival) চলাকালীন ঘটে গেল মারাত্মক ঘটনা। জনতাকে পিষে দিল বেপরোয়া গাড়ি। বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বেশ কয়েকজন জখম হয়েছেন। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী শনিবার রাতে ফিলিপিনো ফেস্টিভ্যাল চলাকালীন এই ঘটনা ঘটে। যে বেপরোয়া গাড়ি এই কাণ্ড ঘটিয়েছে, সেই গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। সে একাই ছিল বলে জানা গিয়েছে। তার পরিচয় জানায়নি পুলিশ। সে কী কারণে এই কাণ্ড ঘটাল, সে বিষয়েও এখনও কিছু জানা যায়নি। ভ্যাঙ্কুভার পুলিশ ডিপার্টমেন্টের (Vancouver Police Department) পক্ষ থেকে 'এক্স' হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়েছে, ‘শনিবার রাত আটটা নাগাদ ই ৪১ অ্যাভেনিউ ও ফ্রেজারে রাস্তায় উৎসব চলাকালীন একটি গাড়ি জনতাকে পিষে দেয়। বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন জখম হয়েছেন। গাড়ির চালককে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শুরু হয়েছে। তদন্ত যত এগোবে, আমরা যা তথ্য পাব, তা জানাব।’
কানাডায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। তাঁদের মধ্যে ফিলিপিনোরাও আছেন। কানাডায় তাঁরা বেশ প্রভাবশালী। ফিলিপিনো ফেস্টিভ্যালে কানাডায় সরকারি ছুটি দেওয়া হয়। এই দিনটি কানাডায় বছরের অন্যতম উৎসবের দিন। ফিলিপিন্সে এই দিনটি সবচেয়ে বড় উৎসবের দিন। নাচ-গান, খাওয়া-দাওয়া, ঘুরে বেড়ানো, পরিবার-পরিজনদের সঙ্গে মিলিত হওয়ার মাধ্যমে এই উৎসবের দিনটি পালন করা হয়। ভ্যাঙ্কুভারেও বহু মানুষ এই উৎসবে যোগ দিয়েছিলেন। সবাই আনন্দ করছিলেন, উৎসবের রূপ-রস-বর্ণ-গন্ধ উপভোগ করছিলেন। কিন্তু হঠাৎই ঘটে গেল মারাত্মক ঘটনা। উৎসব পরিণত হল শোকে।
এই ঘটনায় শোকপ্রকাশ করে ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আজ লাপু লাপু ডে ইভেন্টে যে ভয়াবহ ঘটনা ঘটল, তাতে আমি স্তম্ভিত ও গভীরভাবে শোকাহত।’ ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের প্রিমিয়ার ডেভিড এবি শোকপ্রকাশ করে 'এক্স' হ্যান্ডলে পোস্ট করেছেন, ‘লাপু লাপু ফেস্টিভ্যালে জীবনহানি এবং অনেকের জখম হওয়ার খবর পেয়ে আমি হতবাক হয়ে গিয়েছি। এই ঘটনায় আমার হৃদয় ভেঙে গিয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। আমরা ভ্যাঙ্কুভার শহরের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। যে কোনও সাহায্য করতে তৈরি আমরা। যাঁরা এই হামলার শিকার হয়েছেন, তাঁদের এবং তাঁদের পরিবারের প্রতি আমার সহানুভূতি আছে।’
ভ্যাঙ্কুভারের এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন কানাডার ভারতীয় বংশোদ্ভূত রাজনৈতিক নেতা জগমিত সিং। তিনি 'এক্স' হ্যান্ডলে পোস্ট করেছেন, ‘ভ্যাঙ্কুভারে লাপু লাপু ডে উদযাপনের সময় যে ঘটনা ঘটেছে, তাতে আমি আতঙ্কিত। এই ঘটনায় নিরীহ মানুষের মৃত্যু হয়েছে এবং অনেকে জখম হয়েছেন। আমরা এই ঘটনার বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানতে পারিনি। যাঁরা এই ঘটনার শিকার হয়েছেন, তাঁদের এবং পরিবারের জন্য আমরা প্রার্থনা করছি। ভ্যাঙ্কুভারের ফিলিপিনো সম্প্রদায়ের মানুষ আজ সবাই মিলে একসঙ্গে উৎসবে সামিল হয়েছিলেন। এই পরিস্থিতিতে আমরা তাঁদের পাশে আছি।’
ভ্যাঙ্কুভারে উৎসব চলাকালীন কেন এই হামলা চালানো হল, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। এই হামলার ঘটনায় মোট কতজনের মৃত্যু হয়েছে বা মোট কতজন জখম হয়েছেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, একটি কালো গাড়ি জনতাকে পিষে দিয়েছে। গাড়িটির সামনের অংশ তুবড়ে গিয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি দেখেছেন, কালো গাড়িটির চালক পাগলের মতো গাড়ি চালিয়ে বহু মানুষকে ধাক্কা মারেন। এই চালক ব্যক্তিগত কোনও হতাশা বা রাগ থেকে এই ঘটনা ঘটিয়েছেন না তিনি কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, সে বিষয়ে কিছু জানা যায়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।