বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ কোনটি? তালিকায় কত নম্বরে রয়েছে ভারত-পাকিস্তান আর চিন

বিশ্বের শক্তিশালী দেশের তালিকা প্রকাশ হয়েছে। তার কত নম্বরে রয়েছে ভারত -পাকিস্তান আর চিন জেনে নিন।

 

বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ কোনটি। সম্প্রতি একের পর এক যুদ্ধের কারণের এই প্রশ্নটি প্রায়ই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি গোটা বিশ্বই যুদ্ধের কারণে ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে ড্রোন, ট্যাঙ্ক -সহ সমারাস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে। এই অবস্থায় প্রকাশিত হয়েছে বিশ্বের সেরা ১০টি শক্তিশলি দেশের তালিকা।

এক নজরে বিশ্বের শক্তিশালী সেরা ১০টি দেশ হল-

Latest Videos

আমেরিকা

আমেরিকা বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা বিশ্বের একাধিক দেশে রয়েছে। মার্কিন সাংরিক বজেট ৮৭৬ কোটি ডলার। যা বিশ্বের সর্বাধিক।

রাশিয়া

শক্তিশালী দেশের তালিকয় দ্বিতীয় স্থনে রয়েছে রাশিয়া। রাশিয়ার বার্ষিক প্রতিরক্ষা খরচ হল ৮৬.৩ শতাংশ। বিশ্বের সবথেকে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রাশির হাতে।

চিন

বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ হল চিন। প্রতিরক্ষা খাতে এই দেশ খরচ করে ২৯২ বিলিয়ন মার্কিন ডলার। চিনের কাছে ৩১৬৬টি বিমান ও ৪৯৫০টি ট্যাঙ্ক রয়েছে।

ভরত

বিশ্বের শক্তিশালী দেশগুলির তালিকায় ৪ নম্বরে রয়েছে। ৮১.৩ বিলিয়ন ডলার সামরিক বাজেট। স্বাধীনতার পর থেকেই সামরিক শক্তিতে জোর দিচ্ছে ভারত। সম্প্রতি ভারত অস্ত্র নির্মাণে স্বাবলম্বী হওয়ার পথে হাঁটছে।

কোরিয়া

বিশ্বের পঞ্চম শক্তিশালী দেশ দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার মোকাবিলায় সক্রিয় থাকায় জন্য শক্তি বৃদ্ধি করছে। সেনাখাতে খরচ ৪৬.৪ বিলিয়ন ডলার।

ব্রিটেন

ব্রিটেন বিশ্বের ষষ্ঠ শক্তিশালীদেশ। এই দেশে সামরিক বাজেট ৬৮.৫ বিলিয়ন ডলার। ব্রিটেনে কাছে রয়েছে বিমানবাহী যুদ্ধজাহাজ ও প্রচুর যুদ্ধবিমান।

জাপান

বিশ্বের সপ্তম শক্তিশালী দেশ জাপান। সামরিক খাতে খরচ হয় ৪৬ বিলিয়ন ডলার।

তুরষ্ক

বিশ্বের শক্তিশালী দেশের অষ্ঠম স্থানে রয়েছে তুরষ্ক। সামরিক বাজেট ১০য়৬ বিলিয়ন ডলার।

পাকিস্তান

শক্তিশালী দেশের নবম তালিকায় রয়েছে পাকিস্তান। পাকিস্তান ভারতের বিরুদ্ধে শক্তি বাডাতে সামরিক শক্তি বাড়াচ্ছে।

ইতালি

বিশ্বের ১০ শক্তিশালী দেশ হল ইতালি। এদের সামরিক বাজেট ৩৩.৫ বিলিয়ন মার্কিন ডলার।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

পাকিস্তান পেয়েছিল F-16, ভারত পেতে চলেছে বিশ্বের ভয়ঙ্কর F-35 | F-35 India | Modi Trump Update
Kolkata Fire: ইএম বাইপাসের ধারে আরুপোতায় গাড়ির গ্যারাজে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বহু গাড়ি
Canning News Today: চুরি করতে গিয়ে ধরা পড়তেই গণপিটুনি! রাস্তায় তাণ্ডব, চাঞ্চল্য গোটা এলাকায়
Yogi Adityanath : 'মহাকুম্ভ থেকে ৩ লক্ষ কোটি টাকা ওঠবে', বিরোধীদের মুখ বন্ধ করলেন যোগী আদিত্যনাথ
Suvendu vs Mamata : 'কাণ্ডজ্ঞান নেই নামেই ১৪ বছরের মুখ্যমন্ত্রী', কেন এমন বললেন শুভেন্দু ? দেখুন