এ যেন এক অলৌকিক কাহিনি! কীভাবে জঙ্গলের মধ্যে ৪০ দিন ধরে প্রায় অভুক্ত অবস্থায় বেঁচে থাকল ৪ শিশু

প্লেন ভেঙে ১ মাস ধরে গভীর জঙ্গলে পড়ে রইল কলম্বিয়ার ৪ শিশু। অবশেষে তাদের উদ্ধার করল কলম্বিয়ার সেনাবাহিনী ও ডগ স্কোয়াড। ‘সারা দেশের জন্য আনন্দের ঘটনা!’ উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো।

Web Desk - ANB | Published : Jun 10, 2023 1:00 PM / Updated: Jun 10 2023, 02:21 PM IST
17

চলতি বছরেই ১ মে তারিখে কলম্বিয়া থেকে রওনা হওয়ার পর অ্যামাজনের গভীর জঙ্গলের ভেতর ভেঙে পড়েছিল একটি স্বল্প যাত্রীবাহী বিমান। সেটিতে চড়ে নিজের মায়ের সঙ্গে ভ্রমণে বেরিয়েছিল ৪ জন শিশু। বিমানটি ভেঙে পড়ার পর তড়িঘড়ি উদ্ধারকাজে নেমে পড়ে কলম্বিয়ার সেনাবাহিনী। সঙ্গে তল্লাশি চালাচ্ছিল সেই দেশের প্রশিক্ষিত ডগ স্কোয়াডও। কিছুতেই খুঁজে পাওয়া যায়নি ৪ শিশুকে।

27

৪ জন শিশুর মা, ম্যাগডালেনা মুকুটুয় ভ্যালেন্সিয়ার মৃতদেহ উদ্ধার করার পরেই শিশুগুলিকে খুঁজে বের করতে তৎপর হয় সেনাবাহিনী। ম্যাগডালেনা আরও দুই প্রাপ্তবয়স্ক যাত্রী ওই দুর্ঘটনায় নিহত হন, তাঁরা ছিলেন পাইলট হার্নান্দো মুরসিয়া মোরালেস এবং ইয়ারুপারি আদিবাসী নেতা হারমান মেন্ডোজা হার্নান্ডেজ।

37

চার শিশুর বয়স খুবই কম থাকায় অত ঘন জঙ্গলের মধ্যে তারা কোথায় গেল, সেই চিহ্নমাত্র না দেখতে পেয়ে দুশ্চিন্তায় পড়ে যায় দেশের প্রশাসন।

47

কিন্তু, অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল প্রায় ৪০ দিন পর। এক মাসেরও বেশি সময় পরে অ্যামাজনের ভয়ঙ্কর জঙ্গলের ভেতরে তল্লাশি চালিয়ে খুঁজে পাওয়া গেল কলম্বিয়ার ৪ শিশুকে।

57

এদের মধ্যে লেসলি জ্যাকবোম্বায়ার মুকুতুয়ের বয়স ১৩ বছর। সোলেনি জ্যাকবোম্বায়ার মুকুটুয়ের বয়স ৯ বছর। তিয়েন রানোক মুকুটুয়ের বয়স ৪ বছর এবং ক্রিস্টিন রনোক মুকুটুয়ের বয়স মাত্র ১ বছর।

67

এত ছোট ছোট শিশুরা কীভাবে অ্যামাজনের ভয়াবহ জঙ্গলের মধ্যে এতদিন ধরে বেঁচে রইল, সেটা ভীষণ অবিশ্বাস্য ব্যাপার। তবে, এই ঘটনায় স্বাভাবিকভাবেই নিশ্চিন্ত হয়েছে দেশের মানুষ। ঘটনার ছবি দিয়ে কলম্বিয়ার সেনাবাহিনীর তরফে টুইট করে নিশ্চিন্তি প্রকাশ করেছে কলম্বিয়ার সেনাবাহিনী। ‘সারা দেশের জন্য আনন্দের ঘটনা!’ উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো।

77

৪ শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে এই শিশুরা অপুষ্টিতে ভুগছে। এদেরকে কোনও জীবজন্তু কামড়ে দিয়েছে। তবে, এদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়। বর্তমানে প্রত্যেককে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos