এত ছোট ছোট শিশুরা কীভাবে অ্যামাজনের ভয়াবহ জঙ্গলের মধ্যে এতদিন ধরে বেঁচে রইল, সেটা ভীষণ অবিশ্বাস্য ব্যাপার। তবে, এই ঘটনায় স্বাভাবিকভাবেই নিশ্চিন্ত হয়েছে দেশের মানুষ। ঘটনার ছবি দিয়ে কলম্বিয়ার সেনাবাহিনীর তরফে টুইট করে নিশ্চিন্তি প্রকাশ করেছে কলম্বিয়ার সেনাবাহিনী। ‘সারা দেশের জন্য আনন্দের ঘটনা!’ উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো।