Leonardo DiCaprio and Neelam Gill: ডেট করছেন লিওনার্দো ডিক্যাপ্রিওর সাথে, কে এই ভারতীয় নিলম গিল?

Published : Jun 02, 2023, 08:15 PM ISTUpdated : Jun 02, 2023, 08:47 PM IST

ভারতীয় বংশোদ্ভূত নিলম গিলকে প্রায়শই দেখা যাচ্ছে হলিউডের স্বপ্নের তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর সাথে। 

PREV
111

লন্ডনের আনাচেকানাচে প্রায়শই দেখা যাচ্ছে এক ভারতীয় তন্বীকে। 

211

তাঁর নাম নিলম গিল। 

311

ভারতীয় বংশোদ্ভূত এই ভারতীয় মডেলের বয়স মাত্র ২৮ বছর। 

411

অন্যদিকে, তাঁর সঙ্গে প্রায়শই যাঁকে দেখা যাচ্ছে, তিনি হলেন পৃথিবীবিখ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। 

511

টাইটানিকের সেই তরুণ ‘জ্যাক’ এখন রিয়েল লাইফে ৫৮ বছর বয়সী প্রেমিক-পুরুষ।

611

তাঁর বর্তমান সঙ্গিনী নিলম গিলের পূর্বপুরুষরা আদতে ভারতের পঞ্জাবের বাসিন্দা।

711

সম্প্রতি মুকেশ এবং নীতা অম্বানি আয়োজিত ‘দ্য গ্রেট ইন্ডিয়ান মিউজিক্যাল’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন নিলম গিল। 

811

তিনিই বারবেরি প্রচার ক্যাম্পেনে মনোনীত হওয়া প্রথম ভারতীয় মডেল। 

911

ভারতে Dior এর প্রথম শো-তেও র‍্যাম্পে হেঁটেছিলেন এই বাদামি সুন্দরী। 

1011

প্রাক্তন সঙ্গিনী ক্যামিলা মোরোনের পর এবার নিলম গিলের সাথেই ডেট করছেন লিও। 

1111

সম্প্রতি লন্ডনের চিল্টার ফায়ারহাউসে একসাথে দেখা গেল এই জুটিকে। 

click me!

Recommended Stories