অল্প বয়সে বিয়ে করেও আলাদা আলাদা ফ্ল্যাটে থাকেন এই দম্পতিরা। কিন্তু থাকেন না এক ঘরে। বেডরুম বিছানা সব আলাদা! কিন্তু কেন?
আসলে এই আশ্চর্যের ঘটনা ঘটে জাপানে। এই দেশে বহু দম্পতির বেডরুম আর বিছানা আলাদা।
আলাদা ঘুমানোর কারণ হল জীবনের সময়সূচি ও ব্যস্ততা। দেরিতে বাড়ি আসা বা সকাল সকাল কাজে বেরনোর কারণে স্বামী-স্ত্রী আলাদা আলাদা ঘুমান।
অবশ্য শিশুরা মায়ের সঙ্গেই ঘুমায়। তাই মা এবং সন্তানরা আলাদা ঘুমান বেশিরভাগ ক্ষেত্রেই। এতে সবার সুবিধা হয়।
সারা রাত কাজ করার পরে কেউ কারও নাক ডাকার জন্য বা গায়ে পা দেওয়ার জন্য ঘুমের সমস্যার সৃষ্টি হয় না। এর জন্য দাম্পত্যে শান্তি থাকে।
যদিও অনেকের কাছেই ধারনা আলাদা ঘুমানো মানে দাম্পত্যে ভাটা। কিন্তু জাপানিদের কাছে ঘুমানোই আসল। তাই কোনও কিছুর জন্যই তারা ঘুমকে ত্যাগ করার কথা ভাবেন না।
ঘুমানোর জন্য জাপানিদের একক আকারের ফইটন ব্যবহার করেন। তবে এই খাট অত্যন্ত ছোট এখানে একাই ঘুমানো যায়। তাই শান্তিপূর্ণ ভাবে আলাদা ঘুমাতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন জাপানিরা।