Covid Heart Attack: বিশ্ব জুড়ে হৃদরোগের মহামারী বাঁধিয়ে তুলতে পারে করোনার JN1 প্রতিরূপ, গবেষণায় এল চাঞ্চল্যকর রিপোর্ট

Published : Dec 31, 2023, 02:45 PM IST
Covid Heart Attack

সংক্ষিপ্ত

জাপানের শীর্ষস্থানীয় গবেষণা সংস্থা রিকেন দ্বারা নির্মিত একটি নতুন রিপোর্ট পেশ করা হয়েছে। সেই রিপোর্টে সারা পৃথিবীর মানুষের জন্য জারি করা হয়েছে জরুরি সতর্কতা।

সারা পৃথিবী জুড়ে আবার আতঙ্ক ছড়াতে শুরু করেছে করোনা। এই মারণ ভাইরাসের নতুন রূপ JN.1 স্বাস্থ্য বিশেষজ্ঞদের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। ভারতেও এই রোগের দৌরাত্ম্য দিনের পর দিন বেড়েই চলেছে। এরই মধ্যে নতুন আশঙ্কার বার্তা দিলেন গবেষকরা। 

-

বিশেষজ্ঞদের দাবি, কোভিডের (COVID) নতুন সাব -ভ্যারিয়েন্টের ধাক্কায় সমগ্র বিশ্ব জুড়ে দেখা দিতে পারে হৃদরোগ হওয়ার মহামারী! এর প্রভাবে ব্যাপকভাবে বৃদ্ধি পেতে পারে স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও! সম্প্রতি একটি জাপানি গবেষণায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। 

-
 

জাপানের শীর্ষস্থানীয় গবেষণা সংস্থা রিকেন দ্বারা নির্মিত একটি নতুন রিপোর্ট পেশ করা হয়েছে। সেই রিপোর্টে সারা পৃথিবীর মানুষের জন্য জারি করা হয়েছে জরুরি সতর্কতা। 

-

জাপানি গবেষকদের তৈরি করা নয়া রিপোর্টে বলা হয়েছে যে, মানবদেহের কোষে করোনা ভাইরাস (Coronavirus) আক্রমণ করলে তা দেহের হৃদযন্ত্রের উপরে খারাপ প্রভাব ছড়াতে থাকে। এর দরুন যাঁরা এই অসুখে আক্রান্ত হন, তাঁদের সকলেরই হৃদযন্ত্রে সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা হয়। তবে রেডক্লিফের মেডিক্যাল ল্য়াবরেটরির ডিরেক্টর সোহিনী সেনগুপ্ত জানিয়েছেন যে, এখনও এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। করোনার JN1 রূপের কারণের হৃদরোগের আক্রমণ বাড়তে থাকবে কিনা, তা জানার জন্য আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন রয়েছে।

PREV
click me!

Recommended Stories

জাপানে মাত্র ১০ ফুট গভীরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
মহাকাশে নক্ষত্রে বিরাট বিস্ফোরণ! প্রথম ক্লোজ-আপ ছবি তুললেন বিজ্ঞানীরা, দেখুন