
তাণ্ডব শুরু করেছে ঘূর্ণিঝড় দিতোয়া। ইতিমধ্যেই যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ঘূর্ণিঝড় 'ডিটওয়া' বা দিতোয়া। মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। ২৫ জন নিখোঁজ। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর শ্রীলঙ্কায় রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। সমস্ত নদীর জলস্তর বেড়েছে। দেশের সরকারি প্রতিষ্ঠানগুলিতে আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক স্কুলগুলিও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার নির্দেশ দিয়েছে, কলম্বোয় বিমান অবতরণ করতে না পারলে তা তিরুবনন্তপুরম বা কোচিতে ঘুরিয়ে দেওয়া হবে। জাতীয় উদ্যান বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক রাস্তা ভেঙে গেছে। আজ সকাল ৬টা থেকে সমস্ত ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
'ডিটওয়া' ঘূর্ণিঝড় শক্তিশালী হওয়ায় তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশ-পুদুচেরি উপকূলে চরম সতর্কতা জারি করা হয়েছে। তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। ৪টি জেলায় রেড অ্যালার্ট এবং ৬টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। চেন্নাইয়ের জলাধারগুলি থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জল ছাড়া হয়েছে। রেড হিলস, পুন্ডি এবং চেম্বারামবাক্কাম জলাধার থেকে প্রতি সেকেন্ডে ২০০ ঘনফুট জল ছাড়া হচ্ছে। দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের সদর দফতরে পৌঁছে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন পরিস্থিতি পর্যালোচনা করেছেন।
মৌসম ভবন জানিয়েছে নতুন ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। সেটির নাম 'ডিটওয়া' । আগামী ৩০ নভেম্বর সেটির ল্যান্ডফলের কথা। মৌসম ভবনের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল , বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়টি আগামী ৩০ নভেম্বর পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝ়ড়ের প্রভাবে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে মৌসম ভবন। নতুন ঘূর্ণিঝড় ডিটওয়া নাম রেখেছে ইয়েমন। ঘূর্ণিঝড় সেনিয়ারকে বিরলের মধ্যে বিরততম আখ্যা দিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু তেমনভাবে আছড়ে পড়ার আগেই শক্তি হারিয়ে নিম্নচাপ হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এবার ঘূর্ণিঝড় ডিটওয়া কতটা শক্তিশালী হবে তা বলবে সময়। তেমনই পূর্বাভাস হাওয়া অফিসের।