তরুণী মডেলদের শরীর দেখার লোভ, অ্যালার্ম ঘড়ি থেকেই ৪৮ বছর বয়সী ফটোগ্রাফারের পর্দাফাঁস

Published : Apr 03, 2023, 07:36 AM IST
david glover photography cambridgeshire hidden camera

সংক্ষিপ্ত

নিজের স্টুডিওতে প্রায় ১০০ জন তরুণীর জামাকাপড় খোলার ভিডিও রেকর্ড করেছিলেন ডেভিড।

‘আমি শুধু ভাবছি, এই ছবিগুলোর একটাও যদি প্রকাশ হয়ে পড়ে, তাহলে আমার জীবিকার কী হবে!’ বলতে বলতে আদালতের ভেতরেই কেঁদে ফেলেন উঠতি মডেল তরুণী। কারণ, তাঁর পোশাক খোলার ভিডিও রেকর্ড অবস্থায় ধরা পড়েছে তদন্তকারীদের হাতে। শুধু তিনিই নন, তাঁর মতো আরও প্রায় ১০০ জন তরুণী, তাঁদের কেউ উঠতি মডেল, কেউবা হবু কনে, প্রত্যেকেরই পোশাক খোলার ভিডিও রেকর্ড করে রেখেছিলেন ৪৮ বছর বয়সী খ্যাতনামা ফটোগ্রাফার।

নিজের স্টুডিয়োর ভেতরেই গোপন ক্যামেরায় তরুণীদের পোশাক পরিবর্তনের ভিডিয়ো রেকর্ড করতেন ডেভিড গ্লোভার নামে ওই ফটোগ্রাফার। মূলত বিয়ের অনুষ্ঠানে ছবি তুললেও বহু উঠতি মডেলের দেহ সৌষ্ঠবের ছবি তুলে খ্যাতনামা হয়েছেন তিনি। কিন্তু, তাঁদের গোপন মুহূর্তের ভিডিও তোলার কুকর্মটি তিনি করতেন লিংকনশায়ারের ট্যালিংটনে, তাঁর নিজের স্টুডিয়োর ভেতরে।

ডেভিড গ্লোভারের বয়স ৪৮ বছর। তিনি কেমব্রিজশায়ারের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, নিজের স্টুডিয়োয় মডেল বা হবু কনেদের পোশাক পরিবর্তনের ঘরে একটি অ্যালার্ম ঘড়ি লাগিয়ে রেখেছিলেন ডেভিড। তাতেই লুকনো ছিল একটি গোপন ক্যামেরা। সম্প্রতি এক হবু কনের সঙ্গে সেখানে ছবি তুলতে গিয়েছিলেন তাঁর বাগদত্ত পুরুষ সঙ্গীও। পোশাক পরিবর্তনের ঘরে অ্যালার্ম ঘড়ি দেখে তাঁরই প্রথম সন্দেহ জাগে। পুলিশকে তিনি বলেন, ‘‘ওই ঘরে অ্যালার্ম ঘড়িটা অপ্রাসঙ্গিক লেগেছিল আমার। তাই গিয়ে পরীক্ষা করে দেখি। আর দেখতে পাই ওই অ্যালার্ম ঘড়ির ফাঁকেই লুকনো রয়েছে একটি ক্যামেরা লেন্স।’’

পুলিশ জানিয়েছে, ডেভিডকে ২০ মাসের হাজতবাসের সাজা দেওয়া হয়েছে। মোটা টাকা জরিমানাও করা হয়েছে তাঁকে। তবে, তাঁর ওপর প্রচণ্ড ক্ষুব্ধ কেমব্রিজশায়ারের মডেলরা। আদালতে ডেভিডের সাজা ঘোষণার সময় অনেকেই উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ৩২ বছর বয়সী তরুণী ফ্রান্সেসকা রাউডেনের বক্তব্য, ‘এই কাজ করার জন্য ওর কোনও অনুশোচনা আছে বলে মনে হয় না। ও কেবল চোখ নামিয়ে দাঁড়িয়েছিল। এমনকি যখন আমরা দাঁড়িয়ে আমাদের বিবৃতি পড়ছিলাম এবং চোখের জল ফেলছিলাম, তখনও ওর মধ্যে কোনও দুঃখ বা অনুশোচনা দেখা যায়নি।’

আরও পড়ুন-

এপ্রিল মাসের শুরুতে কোন শহরে বেড়ে গেল জ্বালানির দাম? দেখে নিন সোমবারের পেট্রোল-দর
কলকাতায় ভোরের তাপমাত্রায় পতন হলেও পশ্চিমবঙ্গ থেকে এখনই বিদায় নেবে না বৃষ্টি, কী বলছে আবহাওয়া দফতর?
শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাট সিল করে দিয়েছিল ইডি, তালা ভেঙে ভিতরে ঢুকলেন স্ত্রী প্রিয়াঙ্কা

PREV
click me!

Recommended Stories

বিস্ফোরক বা মাদক আছে বলে সন্দেহ, লন্ডনে মহসিন নকভির গাড়ি তল্লাশি পুলিশের
LIVE NEWS UPDATE: 'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার