স্পেনে হাইস্পিড ট্রেনের সঙ্গে সংঘর্ষে বিপত্তি, নিহত অন্তত ২১ জন, বাড়ছে আহতের সংখ্যা

Published : Jan 19, 2026, 08:44 AM IST
spain accident

সংক্ষিপ্ত

Spain Train Derails News: স্পেনে লাইনচ্যুত হয়ে গেল যাত্রীবাহী ট্রেন। চোখের সামনে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত অন্তত ২১ জন। বাড়ছে আহতের সংখ্যাও। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Spain Train Derails News: দিনের শুরুতেই ভয়ঙ্কর দুর্ঘটনা। ফের লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন। দুর্ঘটনায় নিহত অন্তত ২১ জন। তবে ভারত নয়। দুর্ঘটনাটি ঘটেছে সুদূর স্পেনে। স্পেনের সংবাদ মাধ্যম 'RTVE' সূত্রে জানা গিয়েছে, মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যের সময়। সেই সময় দ্রুত গতির একটি হাইস্পিড ট্রেন এমলাগা থেকে মাদ্রিদ যাচ্ছিল। জানা গিয়েছে, ট্রেনটি মাদ্রিদ পৌঁছনোর আগেই লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় আহত অন্তত ১০০ জন। নিহত কমপক্ষে ২১ জন।

সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় স্পেনের কর্ডোবা প্রদেশে ভয়াবহ রেল দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। মালাগা থেকে মাদ্রিদগামী ইরিও (Iryo) উচ্চগতির ট্রেনের সঙ্গে মাদ্রিদ থেকে হুয়েলভাগামী রেনফে পরিচালিত একটি ট্রেনের সংঘর্ষ হয়। এই বিষয়ে সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, পুলিশ নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিভিই জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত ২৫ জনের অবস্থা গুরুতর।

স্পেনের রেল অবকাঠামো ব্যবস্থাপনা সংস্থা আদিফ (Adif) জানায়, স্থানীয় সময় সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। কর্ডোবা থেকে মাদ্রিদের উদ্দেশে ইরিও ট্রেন ছেড়ে যাওয়ার প্রায় ১০ মিনিট পর এই ঘটনা ঘটে। আদিফ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানায়, ‘ইরিও ৬১৮৯ মালাগা–মাদ্রিদ ট্রেনটি আদামুজ এলাকায় লাইনচ্যুত হয়ে পাশের একটি রেললাইনে ঢুকে পড়ে। এর ফলে ওই লাইনে চলাচলরত মাদ্রিদ–হুয়েলভা উচ্চগতির ট্রেনটিও লাইনচ্যুত হয়।’

ইরিও পরিচালিত ট্রেনটিতে ৩০০ জনের বেশি যাত্রী ছিলেন, অন্যদিকে রেনফে পরিচালিত পরিষেবাটিতে প্রায় ১০০ জন যাত্রী সওয়ার ছিলেন। দুর্গম দুর্ঘটনাস্থলে দমকল বাহিনী, পুলিশ, প্যারামেডিক ও রেড ক্রসসহ জরুরি পরিষেবার দল মোতায়েন করা হয়। রাতভর উদ্ধারকাজ চলে, ক্ষতিগ্রস্ত কোচের ভেতরে কয়েক ঘণ্টা ধরে আটকে ছিলেন একাধিক যাত্রী।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

গাজায় বিশ্বশান্তি প্রতিষ্ঠা লক্ষ্য, 'বোর্ড অফ পিস' বৈঠকে ভারতকে আমন্ত্রণ ডোনাল্ড ট্রাম্পের
Today Live News: গাজায় বিশ্বশান্তি প্রতিষ্ঠা লক্ষ্য, 'বোর্ড অফ পিস' বৈঠকে ভারতকে আমন্ত্রণ ডোনাল্ড ট্রাম্পের