এবার মেলবোর্নে বিমানে আগুন? সঙ্গে সঙ্গে জরুরি অবতরণ করালেন পাইলট, বিশদে জানুন

টেকঅফের সময় বিমানটি জরুরিভাবে নামানো হয়েছিল বলে একজন যাত্রী জানিয়েছেন।

প্রায় ৩০০ যাত্রী নিয়ে ওড়ার সময়, বিমানের ল্যান্ডিং গিয়ারে আগুন লেগে দুটি চাকা ফেটে যায়। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে। রবিবার, রাতে মেলবোর্ন বিমানবন্দর থেকে আবুধাবিগামী এতিহাদ এয়ারওয়েজের EY 461 বিমানটি টেকঅফ করার সময় এই ঘটনাটি ঘটে।

দেখা যায় যে, অগ্নিনির্বাপক বাহিনীর গাড়ি সেই বিমানটিকে ঘিরে দাঁড়িয়ে আছে। টেকঅফের সময় বিমানটি জরুরিভাবে নামানো হয়েছিল বলে একজন যাত্রী আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন। এরপর বিমানে থাকা ২৮৯ জন যাত্রীকে বের করে আনা হয় এবং টার্মিনালে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

Latest Videos

ল্যান্ডিং গিয়ারে আগুন লেগে দুটি চাকা ফেটে যাওয়ার খবর পেয়ে এভিয়েশন রেসকিউ অ্যান্ড ফায়ারফাইটিং সার্ভিস দ্রুত পদক্ষেপ নেয়। তবে, বিমানের টায়ারের ক্ষতি হওয়ায় রানওয়ে থেকে তা সরানো সম্ভব হয়নি। বর্তমানে মেরামতের কাজ চলছে। এর ফলে মেলবোর্ন বিমানবন্দরের কার্যক্রমেও বিঘ্ন ঘটে।

যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করার চেষ্টা চলছে বলে এতিহাদ এয়ারলাইন্স জানিয়েছে। অতিথি এবং কর্মীদের সুরক্ষা ও সুবিধা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রানওয়ে যত দ্রুত সম্ভব চালু করা হবে বলে এয়ারলাইন্সের মুখপাত্র জানিয়েছেন।

দেখা যায় যে, অগ্নিনির্বাপক বাহিনীর গাড়ি সেই বিমানটিকে ঘিরে দাঁড়িয়ে আছে। টেকঅফের সময় বিমানটি জরুরিভাবে নামানো হয়েছিল বলে একজন যাত্রী আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন। এরপর বিমানে থাকা ২৮৯ জন যাত্রীকে বের করে আনা হয় এবং টার্মিনালে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Myanmar-Thailand কাঁপল ভয়াবহ জোড়া ভূমিকম্পে! ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা, কাঁপল Kolkata-ও
'তুমি একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী', মমতার সামনেই গর্জে উঠলেন UK-এর এসএফআইয়ের সদস্যরা
'এদের কী সাহস! বলছে হিন্দু বলে কেউ থাকবে না', মোথাবাড়ির ঘটনায় ক্ষোভ উগরে চরম হুঁশিয়ারি সুকান্তর
‘বিরোধীরা গোপন মিটিং করছে যা শুনলে গায়ে কাঁটা দেবে!’ চাঞ্চল্যকর দাবি Mithun Chakraborty-র
‘Mamata Banerjee আবার ব্রিটিশ রাজ বাংলায় আনতে চাইছেন’ মমতার গোপন পরিকল্পনা ফাঁস করলেন Rudranil Ghosh