নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ সুশীলা কার্কির

Published : Sep 12, 2025, 10:45 PM ISTUpdated : Sep 12, 2025, 11:02 PM IST
Nepal PM Sushila Karki

সংক্ষিপ্ত

Sushila Karki: গত কয়েকদিনের অস্থিরতা, অশান্তি, হিংসার পর নেপালে (Nepal) শান্তি ফেরার পরিস্থিতি তৈরি হল। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করলেন প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি।

DID YOU KNOW ?
নেপালে নতুন সরকার
নেপালে গণতন্ত্র খুব পুরনো নয়। রাজতন্ত্রের বদলে নির্বাচিত সরকার গঠনের পর হিমালয়ের কোলের এই দেশে স্থিতিশীলতা ফেরেনি।

Nepal's Interim Government: নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি (Sushila Karki)। তরুণ প্রজন্মের আন্দোলনের জেরে নেপালের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি (KP Sharma Oli) পদত্যাগ করার চার দিন পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হল। শুক্রবার রাতে নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন সুশীলা। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার রাত সাড়ে ৯টায় শপথ গ্রহণ করেন নেপালের নতুন প্রধানমন্ত্রী। তাঁকে শপথবাক্য পাঠ করান নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল (Ram Chandra Paudel)। নেপালের সংবিধানের ৮০ অনুচ্ছেদ অনুসারে শপথ গ্রহণ করেন সুশীলা। তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পরেই মন্ত্রিসভার প্রথম বৈঠকে যোগ দেন। ২০২৬ সালের ৪ মার্চ নেপালে নতুন করে সাধারণ নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী।

নেপালে জারি হতে পারে জরুরি অবস্থা

সুশীলা ইঙ্গিত দিয়েছেন, আগামী ৬ মাসের মধ্যেই নেপালে সাধারণ নির্বাচনের কথা সরকারিভাবে ঘোষণা করতে কয়েকদিন লাগবে। দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে জরুরি অবস্থা জারি করা হতে পারে। জরুরি অবস্থা জারি করা হলে নেপালে শান্তি ফিরতে পারে বলে আশা করছেন নতুন প্রধানমন্ত্রী। নতুন মন্ত্রিসভার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করার বিষয়ে সম্মতি জানাতে পারেন। রাষ্ট্রপতি অনুমোদন করলেই নেপালে জরুরি অবস্থা জারি করা হবে।

সুশীলাকে সমর্থন জেন জেড গোষ্ঠীর

ওলির পদত্যাগের পর থেকেই নেপালের আন্দোলনকারী জেন জেড গোষ্ঠীর সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কয়েকজনের নাম নিয়ে আলোচনা করছিলেন। একবার সুশীলার নাম ঠিক হয়ে যাওয়ার পরেও অন্যদের নাম নিয়ে আলোচনা শুরু হয়। শেষপর্যন্ত শুক্রবার সুশীলাকেই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সমর্থন করলেন আন্দোলনকারীরা। ফলে নেপালে হিংসা-বিক্ষোভ-অশান্তি থেমে যাওয়ার আশা তৈরি হয়েছে। নতুন সরকার দেশের হাল ধরতে পারবে বলে আশা করছেন নেপালের সাধারণ মানুষ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সুশীলা কার্কি
শুক্রবার রাতে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন সুশীলা কার্কি।
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: ২০২৬ সালে মধ্যবিত্তের উপর আরও বাড়তে পারে চাপ! সোনার দাম আরও ৩০% বাড়বে বলে চাঞ্চল্যকর পূর্বাভাস
অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে