৫২ বছর বয়সে ১৮০ জনের পিতা! কিন্তু কোনও দিনও নিজের পদবি বলেননি ব্রিটেনের এই ব্যক্তি

মোট ১৮০ সন্তানের পিতা ব্রিটেনের এই ব্যক্তি! ৫২ বছর বয়সেই মোট ১৮০ জনকে জন্ম দিয়েছে। 

মোট ১৮০ সন্তানের পিতা ব্রিটেনের এই ব্যক্তি! ৫২ বছর বয়সেই মোট ১৮০ জনকে জন্ম দিয়েছে। এই ব্যক্তির নাম জো। আসলে জো আদপে একজন স্পার্ম ডোনার। নিঃসন্তান ব্যক্তিদের সন্তান দিতে স্পার্ম ডোনেট করেন জো। এই বিষয়ে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন,

“আমি এই নিঃস্বার্থ ভাবে অন্যদের সাহায্য করার জন্য আমার নিজের ভালবাসাকেও বিসর্জন দিয়েছি।”

Latest Videos

ব্রিটেনের ট্যাবলয়েড মেট্রো-র একটি প্রতিবেদন থেতে জানা গিয়েছে যে, ব্রিটেনের সবথেকে প্রসিদ্ধ বাবার তকমা পেয়েছেন জো। তবে এর জন্য বছরের পর বছর ধরে বহু কটু কথা শুনতে হয়েছে তাঁকে। কখনই নিজের পদবী সামনে আনতে চান না জো। প্রায় ১৩ বছরেরও বেশি সময় ধরে স্পার্ম ডোনেট করেন তিনি।

নিজের এই পোশা সম্পর্কে জো জানান, “আমাকে সব সময় বলা হয় যে, তোমার যখন এতই মিলিত হওয়ার ইচ্ছে , তখন একজন প্রেমিকা নিয়ে এসো। অথবা বিয়ে করে নাও। আসলে আমি সাধারণত মাসে একবার অথবা দু’বার শুধুমাত্র মহিলাদের সঙ্গে সাক্ষাৎ করি। আমার শুক্রাণু অত্যন্ত কার্যকর হওয়ায় একবার কিংবা দু’বার কোনও মহিলার সঙ্গে সাক্ষাৎ হলেই তিনি তার মধ্যেই অন্তঃসত্ত্বা হয়ে যান। এরপর ১ অথবা ২ বছরে তাঁর সঙ্গে আর দেখাই হয় না। তবে দ্বিতীয় সন্তান চাইলে আবার তাঁর সঙ্গে দেখা হতে পারে।”

Share this article
click me!

Latest Videos

‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র
Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News