
Firing at Kapil Sharma's cafe: কানাডার (Canada) ব্রিটিশ কলম্বিয়ার (British Columbia) সারেতে (Surrey) কমেডিয়ান কপিল শর্মার (Comedian Kapil Sharma) ক্যাফেতে হামলা চালানোর অভিযোগ উঠল। বৃহস্পতিবার ক্যাপস ক্যাফতে (Kap’s Cafe) হঠাৎই গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। তবে এই হামলায় কেউ জখম হননি। খালিস্তানি জঙ্গি হরজিৎ সিং লাড্ডি (Khalistani terrorist Harjeet Singh Laddi) এই হামলার দায়স্বীাকার করেছে। সে জাতীয় তদন্তকারী সংস্থার (National Investigation Agency) মোস্ট ওয়ান্টেড জঙ্গি। নিষিদ্ধ জঙ্গি সংগঠন বব্বর খালসা ইন্টারন্যাশনালের (Babbar Khalsa International) সঙ্গে যুক্ত লাড্ডি। তদন্তে প্রাথমিকভাবে মনে হচ্ছে, অতীতে কপিলের মন্তব্যকে হাতিয়ার করেই হামলা চালিয়েছে খালিস্তানি জঙ্গিরা। তারা গাড়িতে এসে কপিলের ক্যাফেতে হামলা চালিয়ে পালিয়ে যায়। এই ঘটনার তদন্ত চলছে। কপিলের ক্যাফেতে হামলা চালানোই দুষ্কৃতীদের লক্ষ্য ছিল না ভয় দেখানোই একমাত্র উদ্দেশ্য ছিল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
কপিলের ক্যাফেতে গুলি চলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি গাড়িতে বসে গুলি চালাচ্ছে। সে অন্তত ৯ বার গুলি চালায়। ক্যাফের জানলা লক্ষ্য করে গুলি চালানো হয়। সেখানে গুলির দাগ স্পষ্ট। ওই অঞ্চলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গুলির খোল উদ্ধার করেছেন তদন্তকারীরা। তাঁরা সব সম্ভাবনাই খতিয়ে দেখছেন। ব্যক্তিগত শত্রুতার কারণে গুলি চালানো হয়েছে না কোনও গোষ্ঠী অন্য কারণে হামলা চালিয়েছে, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
কানাডায় খালিস্তানিদের প্রভাব যথেষ্ট। দীর্ঘদিন ধরেই কানাডায় বসে ভারত-বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে খালিস্তানি জঙ্গিরা। কিন্তু তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সরকার পরিবর্তনের পরেও কানাডায় খালিস্তানিদের দাপট কমেনি। এবার কপিলের ক্যাফেতে হামলার পর খালিস্তানিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, সেদিকে তাকিয়ে ভারত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।