বিশ্বের সর্বপ্রথম বাজেট কোন দেশে পেশ হয়েছিল জানেন? জেনে নিন মজার ইতিহাস

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ১লা ফেব্রুয়ারী বাজেট পেশ করবেন। কিন্তু বাজেটের ইতিহাস কি জানেন? বিশ্বের প্রথম বাজেট কোথায় পেশ হয়েছিল?

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ১লা ফেব্রুয়ারি অষ্টমবারের মতো দেশের বাজেট (বাজেট ২০২৫) পেশ করবেন। সকলের নজর এ বাজেটের উপর, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর। এটি মোদী ৩.০ এর দ্বিতীয় বাজেট। স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় বাজেট ২৬ নভেম্বর, ১৯৪৭ সালে পেশ করা হয়েছিল। তৎকালীন অর্থমন্ত্রী আর.কে. শানমুগম চেট্টি এটি পেশ করেছিলেন। দেশ বিভাগ এবং দাঙ্গার মধ্যেই এই বাজেট পেশ করা হয়েছিল, যা মাত্র সাড়ে সাত মাসের জন্য ছিল। এরপর পরবর্তী বাজেট ১ এপ্রিল, ১৯৪৮ থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বাজেটের সূচনা কোথায় হয়েছিল জানেন? বিশ্বের প্রথম বাজেট কোন দেশে পেশ হয়েছিল? আসুন জেনে নিই…

বাজেট কি?

Latest Videos

সংবিধানের ১১২ নং অনুচ্ছেদ অনুসারে, কেন্দ্রীয় বাজেট হল দেশের বার্ষিক আর্থিক হিসাব। এটি একটি নির্দিষ্ট বছরের জন্য সরকারের আয় এবং ব্যয়ের আনুমানিক বিবরণ। দেশে অর্থবছর ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত। দেশের কেন্দ্রীয় বাজেটও এই সময়সীমার জন্যই পেশ করা হয়।

ব্রিটিশ আমলে ভারতের প্রথম বাজেট

ভারতে বাজেটের ইতিহাস স্বাধীনতা পূর্ববর্তী। ব্রিটিশ আমলে প্রথমবার দেশে ৭ এপ্রিল, ১৮৬০ সালে বাজেট পেশ করা হয়েছিল। তখন এটি ফাইন্যান্স সদস্য জেমস উইলসন পেশ করেছিলেন। ১৯৫৫-৫৬ সাল থেকে দেশে বাজেটের কাগজপত্র হিন্দিতেও প্রকাশিত হতে শুরু করে।

বিশ্বের প্রথম বাজেট কোথায় পেশ হয়েছিল?

ল্যাটিন শব্দ 'বুলগা' থেকে বাজেট শব্দটি এসেছে। ফরাসি ভাষায় একে 'বুগেট' বলা হয়। ইংরেজিতে এটি 'বোগেট' হয়ে পরে 'বাজেট' নামে পরিচিত হয়। বিশ্বের প্রথম বাজেট ইংল্যান্ডে পেশ করা হয়েছিল। এই দেশ থেকেই এর সূচনা। ১৭৬০ সালে প্রথমবার প্রতি অর্থবছরের শুরুতে বাজেট পেশ করার রীতি শুরু হয়। এরপর এটি অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

Budget 2025: এবারের বাজেটে হুহু করে দাম কমতে পারে এই জিনিসগুলির! কী কী সস্তা হতে চলেছে?

BUDGET 2025: এবারের বাজেটে চাকরিজীবীরা পেতে পারেন দুর্দান্ত খবর, দেখে নিন

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমরা কাগজ ছিঁড়েছি, মমতা নিজে বিধানসভায় ভাঙচুর করেছিল' ঝড় তুললেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP
Malda News Today: দ্বিতীয় বিয়ের বিরোধিতা করায় ছেলের সঙ্গে এইরকম করলো বাবা! চাঞ্চল্য গোটা এলাকায়
Suvendu Adhikari : "এখানে মুসলিম লীগ ২ সরকার চলছে", মমতার সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী
বিজেপি করার অপরাধে ব্যাপক মারধর ক্যানিংয়ে, অভিযোগের তীর শওকত মোল্লার বাহিনীর বিরুদ্ধে | Canning News
Nadia Latest News Today: ১ লাখ টাকা না আনতেই এইরকম পরিণতি! তারপর যা হলো দেখলে শিউরে উঠবেন