স্ত্রীর হাতে সপাটে চড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ! কারণটা কি জানেন

Published : May 26, 2025, 07:29 PM IST
Emmanuel macron

সংক্ষিপ্ত

Emmanuel Macron: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে সটাপে চড় মারলেন তাঁর স্ত্রী। রীতিমত ভ্যাবাচ্যাকা খেয়ে যান ম্যাক্রোঁ। সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল এই ভিডিও। 

Emmanuel Macron: বিমান থেকে নামতেই ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। বিমান থেকে নামার আগেই প্রকাশ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে সটাপে চড় মারলেন তাঁর স্ত্রী। রীতিমত ভ্যাবাচ্যাকা খেয়ে যান ম্যাক্রোঁ। সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল এই ভিডিও। একদিনে যেমন হাসিঠাট্টা চলছে তেমনই সত্যি কি স্ত্রীর হাতে মার খেলেন ম্যাক্রোঁ?

রবিবার দক্ষিণ-পূর্ব এশিয়া সফর শুরু করেছেন ম্যাক্রোঁ। সঙ্গে রয়েছেন স্ত্রী ব্রিজিৎ। সন্ধ্যায় তাঁদের বিমান ভিয়েতনামের হ্যনয়ে পৌঁছায়। সেখানেই ঘটেছে এই ঘটনা। ভিডিওতে যা দেখা গিয়েছে তা হল- বিমানের দরজা খুলে গিয়েছিল। হাসিমুখে বিমানের দরজার সামনে এসে দাড়ান ম্যাক্রোঁ। নামার আগেই হাত বাড়িয়ে দিলেন। কিন্তু আচমাকাই বিমনের দরজার আড়াল থেকে লাল পোশাক পরিহত একটি হাত এগিয়ে আসে তার মুখের দিকে। তারপরই দেখা যায় স্ত্রী বিজিৎ লাল পোশাক পরিহত। তাতেই গুঞ্জন স্ত্রীর হাতে মার খেলেন ফরাসি প্রেসিডেন্ট।

ম্যক্রোর সফর নিয়ে যত না আলোচনা হচ্ছে তার থেকেই বেশি আলোচনা হচ্ছে তাঁর এই ভিডিও নিয়ে। যদিও সেই ভিডিওতেই দেখা গিয়েছে হতভম্ব ভাব কাটিয়ে নেমে আসেন বিমান থেকে। সঙ্গে স্ত্রী। তর দিকে হাত বাড়িয়েও দেন। কিন্তু স্ত্রী ব্রিজিৎ তা ধরেননি। তবে কি দম্পতির মধ্যে ঝগড়া চলছে! যদিও ম্যাক্রোঁ এই বিষয়ে কিছুই বলেননি।

ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় প্রথম এই ভিডিও নিয়ে মুখ খুলতে রাজি হয়নি। কিন্তু পরবর্তীকালে এটিকে ভুয়ো বলে দাবি করে। ফরাসি সংবাদ মাধ্যমগুলি এই ভিডিওকে আসল বলে দাবি করেছে। মাক্রোঁর এক ঘনিষ্ঠ ফরাসি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রেসিডেন্টের দক্ষিণ-পূর্ব এশিয়া শুরুর আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। তবে তা ছিল নিতান্তই দাম্পত্যকলহ। তার জেরেই হ্যানয় বিমানবন্দরে ওই কাণ্ড বলে দাবি তাঁর।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: IND vs SA - একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণর দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে