২৫ বছরের নিচে মা হলেই ৮১ টাকা দেবে সরকার! হঠাৎ কেন এমন উদ্ভট সিদ্ধান্ত নেওয়া হল?

Published : Jan 12, 2025, 12:47 PM IST

২৫ বছরের নিচে মা হলেই ৮১ টাকা দেবে সরকার! হঠাৎ কেন এমন উদ্ভট সিদ্ধান্ত নেওয়া হল?

PREV
17

এবার মা হলেই মিলবে টাকা। তাও আবার কম নয়, মিলবে কড়কড়ে ৮১ হাজার টাকা। তবে এই টাকা পেতে একটি নির্দিষ্ট বয়সে মা হতে হবে।

27

জানা গিয়েছে ২৫ বছরের কম বয়সে মা হলেই মিলবে ৮১ হাজার টাকা। জনসংখ্যা বাড়াতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত।

37

রাশিয়ার কারিলিয়া শহরে আনা হয়েছে এমনই নিয়ম। যেখানে ২৫ বছরের নিচে মা হলেই টাকা মিলছে।

47

জনসংখ্যা বৃদ্ধির জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে এই দেশের সরকার।

57

তবে এ ছাড়াও রয়েছে আরও একটা নিয়ম। টাকা পেতে এই নিয়মও মানতে হবে।

67

দ্য মস্কো টাইমস অনুযায়ী জানা গিয়েছে, যে মা হওয়ার পাশাপাশি কোনও একটি কলেজের পড়ুয়াও হতে হবে মেয়েদের।

77

তবে ২৫ বছরের নিচে মা হলেই মিলবে ১ লক্ষ রুবেল যার ভারতীয় মূল্য ৮১ হাজার টাকা।

click me!

Recommended Stories