সুস্থ সন্তানের জন্ম দিলেই সরকার দেবে ৮১,০০০ টাকা, অনূর্ধ্ব-২৫ ছাত্রীদের অভিনব প্রস্তাব

ভারতে যখন জনসংখ্যা কমানোর উপর জোর দেওয়া হচ্ছে, তখন একাধিক দেশ জনসংখ্যা বৃদ্ধির চেষ্টা করছে। বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়ায় জনসংখ্যা অনেক কম। এই কারণে জনসংখ্যা বৃদ্ধি করতে চাইছেন ভ্লাদিমির পুতিন।

Soumya Gangully | Published : Jan 11, 2025 3:17 PM
110
বয়স হতে হবে ২৫ বছরের কম, সুস্থ সন্তানের জন্ম দিলেই ৮১,০০০ টাকা পাওয়া যাবে

পড়াশোনা করার ফাঁকেই সন্তানের জন্ম দিতে হবে। তাহলেই সরকারের কাছ থেকে ৮১,০০০ টাকা পাওয়া যাবে। শর্ত হল, বয়স হতে হবে ২৫ বছরের কম এবং সুস্থ সন্তানের জন্ম দিতে হবে।

210
পড়ুয়া ছাড়া অন্য কেউ সন্তানের জন্ম দিলে সরকারের কাছ থেকে টাকা পাবে না

সন্তানের জন্ম দিয়ে সরকারের কাছ থেকে টাকা পেতে হলে অবশ্যই স্বীকৃত কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পূর্ণ সময়ের পড়ুয়া হতে হবে। না হলে টাকা দেবে না সরকার।

310
সন্তান জন্ম দেওয়ার বিষয়ে পড়ুয়াদের এরকম উৎসাহ দিচ্ছে রাশিয়া সরকার

রাশিয়ার কারেলিয়া অঞ্চলে জনসংখ্যা অনেক কম। এই কারণে জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে কারেলিয়ার বাসিন্দা পড়ুয়াদের সন্তান ধারণে উৎসাহ দিচ্ছে রাশিয়া সরকার।

410
চিন ও জাপানের মতোই রাশিয়া সরকারও দেশে জনসংখ্যা বৃদ্ধি করতে চাইছে

চিন ও জাপান সরকার নিজেদের দেশে জনসংখ্যা বৃদ্ধির জন্য বিশেষ পরিকল্পনা নিয়েছে। রাশিয়া সরকারও একই পথে হাঁটছে। তবে রাশিয়ার পরিকল্পনা আলাদা।

510
রাশিয়ার কারেলিয়া অঞ্চলের পড়ুয়ারা কি অর্থ রোজগারের জন্য সন্তানের জন্ম দিতে উৎসাহী হবেন?

রাশিয়ার কারেলিয়া অঞ্চলে ২৫ বছরের কম বয়সি কোনও পড়ুয়া সুস্থ সন্তানের জন্ম দিলেই ১,০০,০০০ রুবল পাবেন। যা ভারতীয় মুদ্রায় ৮১,০০০ টাকা।

610
রাশিয়া সরকার সন্তান জন্মের জন্য এককালীন অর্থ দিলেও, কিছু ধোঁয়াশা রয়েছে

রাশিয়া সরকার জানিয়েছে, কোনও সন্তান যদি অসুস্থ বা বিশেষভাবে সক্ষম হিসেবে জন্ম নেয়, তাহলে মাকে অর্থ দেওয়া হবে না। তবে জন্মের কিছুদিন পর সন্তান অসুস্থ হয়ে পড়লে বা মারা গেলে টাকা দেওয়া হবে কি না, তা স্পষ্ট নয়।

710
সন্তানের জন্মের পরেও বাবা-মায়ের অনেক খরচ থাকে, সেই খরচ কে দেবে তা স্পষ্ট নয়

কোনও সন্তানের জন্মের পর তার যত্ন নেওয়া, চিকিৎসা-সহ নানা খরচ থাকে। রাশিয়া সরকারের পক্ষ থেকে সেই খরচ দেওয়া হবে কি না সে বিষয়ে কিছু জানা যায়নি।

810
২০২৪ সালের প্রথম ৬ মাসে রাশিয়ায় অনেক কম শিশুর জন্ম হয়েছে, এই কারণে নড়চড়ে বসেছে সরকার

২০২৪ সালের প্রথম ৬ মাসে রাশিয়ায় ৫,৯৯,৬০০ শিশুর জন্ম হয়েছে। যা গত ২৫ বছরে সবচেয়ে কম। ২০২৩ সালের প্রথমার্ধের চেয়ে ২০২৪ সালের প্রথমার্ধে রাশিয়ায় ১৬,০০০ কম শিশুর জন্ম হয়েছে। এই কারণে জনসংখ্যা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার।

910
২০২৪ সালে দেশে এত কম শিশুর জন্ম হওয়ায় উদ্বিগ্ন হয়ে উঠেছে রাশিয়া সরকার

রাশিয়া সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এত কম শিশুর জন্ম হওয়া দেশের ভবিষ্যতের পক্ষে উদ্বেগজনক।

1010
রাশিয়ার কারেলিয়া প্রদেশের পাশাপাশি অন্যত্রও জনসংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে

মধ্য রাশিয়ার শহর টমস্কের প্রশাসনও জানিয়েছে, তরুণীরা সন্তানের জন্ম দিলে টাকা পাবে। রাশিয়ার মোট ১১টি প্রদেশের প্রশাসন সন্তানের জন্ম দেওয়ার জন্য তরুণীদের আর্থিক সাহায্যের প্রস্তাব দিয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos