Cyber Crime News: ১৮০ কোটি ইউজার বিপদে! হ্যাকার-হানায় সতর্ক করল Google

Published : Jul 21, 2025, 05:21 PM ISTUpdated : Jul 21, 2025, 05:36 PM IST
google vs Comet

সংক্ষিপ্ত

Google Cyber Hack: আজকের দিনে প্রায় ১৮০ কোটিরও বেশি মানুষ জিমেল ব্যবহার করেন, যা হ্যাকারদের কাছে সবচেয়ে বেশি ভালো টার্গেট। 

Google Cyber Hack: আজকের দিনে প্রায় ১৮০ কোটিরও বেশি মানুষ জিমেল ব্যবহার করেন, ব্যক্তিগত থেকে কর্পোরেট—সব কাজেই। তাই স্বাভাবিকভাবেই এটি হ্যাকারদের প্রিয় টার্গেট। সম্প্রতি উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য: Google Gemini—গুগলের নিজস্ব AI চ্যাটবটকেই অস্ত্র বানিয়ে হ্যাক হচ্ছে জিমেল অ্যাকাউন্ট। যা নিয়ে বিশ্বজুড়ে বিশেষজ্ঞদের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়েছে। গুগল নিজেই এ নিয়ে সতর্কবার্তা জারি করেছে।

কীভাবে প্রতারণা করছে হ্যাকাররা?

আসলে জেমিনিকে বোকা বানিয়েই বার্তা পাঠাচ্ছে হ্যাকাররা। ফলে গুগলের নিজস্ব চ্যাটবটটি কোনও সতর্কতা জারি করতে পারছে না। আর ইউজাররাও ব্যক্তিগত তথ্য যেমন দিয়ে দিচ্ছেন, তেমনই ক্ষতিকর ওয়েবসাইটে ঢুকেও পড়ছেন। মেলগুলি বেশির ভাগই জরুরি অথবা বাণিজ্য সংক্রান্ত বলে দাবি করে হ্যাকাররা। ফন্ট সাইজ শূন্য করে দিয়ে টেক্সটের রং সাদা করে ‘অদৃশ্য’ প্রম্পট পাঠাচ্ছে। ফলে বোকা বনছে জেমিনি। এদিকে ইউজাররা জেমিনিকে ‘সামারাইজ দিস ইমেল’ প্রম্পট দিলে তখন গুপ্ত বার্তাও পড়ে ফেলত জেমিনি। সেই বার্তায় ‘গুগল সাপোর্ট’-এর ভুয়ো ফোন নম্বরও দেওয়া থাকছে। এই প্রক্রিয়ায় ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, ওটিপি সব কিছু হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা।

কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন?

* Gemini’র সারাংশে ‘আর্জেন্ট সিকিউরিটি ওয়ার্নিং’ বা ‘পাসওয়ার্ড চেঞ্জ’ বললেই সতর্ক হোন।

* গুগল কখনও মেল বা Gemini-এর মাধ্যমে আপনাকে পাসওয়ার্ড বদলাতে বলবে না।

* যেকোনো গুরুত্বপূর্ণ মেল নিজে পড়ে দেখুন। শুধুমাত্র AI সামারির উপর নির্ভর করবেন না।

* মেল-এ দেওয়া ফোন নম্বর বা লিঙ্ক যাচাই না করে কখনো ক্লিক করবেন না বা ফোন করবেন না।

* গুগল কখনও জিমেল সংক্রান্ত বিষয়ে ফোন নম্বর দেয় না।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: অষ্টম পে কমিশনের মাঝে নয়া চমক, DA বাড়ছে সরকারি কর্মীদের, এক ক্লিকে জেনে নিন বিস্তারিত
অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে