Hamas Attack on Israel: গাজায় ইজরায়েলি এয়ারস্ট্রাইকের দৃশ্য উঠে এল ড্রোন ফুটেজে, দেখে নিন ভিডিও

Published : Oct 10, 2023, 09:01 AM IST
Attack on Gaza Strip

সংক্ষিপ্ত

ভিডিওটি নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল (পূর্বত্ন টুইটার) থেকে পোস্ট করেছে আইডিএফ।

ড্রোন ফুটেজে উঠে এক ইসজায়েল-প্যালেস্তাইন সংঘর্ষের আরও এক ভয়াবহ দৃশ্য। ইজরয়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ-এর শেয়ার করা একটি ভিডিও-এ গাজার উপর এয়ার স্ট্রাইকের একটি দৃশ্য দেখা যাচ্ছে। ভিডিওটি নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল (পূর্বত্ন টুইটার) থেকে পোস্ট করেছে আইডিএফ। ভিডিও-এর ক্যাপশনে লেখা হয়েছে,'শনিবার এবং সোমবার সকালের মধ্যে, গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান দ্বারা 1,200টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে, যার মধ্যে অস্ত্র স্টোরেজ এবং উত্পাদন সাইট, কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্র, রকেট লঞ্চার এবং আরও অনেক কিছু রয়েছে।'

 

 

প্রসঙ্গত, ইজরায়েল প্যালেস্তাইন যুদ্ধে ক্রমেই বাড়ছে হতাহতের সংখ্যা। সূত্রের খবর সোমবার ফের যুদ্ধবিধ্বস্ত গাজ়ার প্যালেস্তেনীয় শরণার্থী শিবিরে নির্বিচারে বোমাবর্ষণ করেছে ইজরায়েল। ঘটনায় নারী ও শিশু-সহ বহু প্যালেস্তেনীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। হিসেব বলছে গত ৭২ ঘন্টায় সংঘর্ষে ২৩ লক্ষ প্যালেস্তেনীয়র বাসভূমি গাজ়ায় এক লক্ষ ২০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েক হাজার ঠাঁই নিয়েছিলেন জ়াবালিয়ার শরণার্থী শিবিরে। উল্লেখ্য গাজার একটি হাসপাতালেও বোমা মর্ক্সব উঠু

সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে ৩.৫ শতাংশ বেড়ে গিয়েছে। বর্তমানে যুদ্ধ ইজরায়েল আর হামাস জঙ্গি অধ্যুষিত প্যালেস্টাইনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। কিন্তু আগামী দিনে এই যুদ্ধে ইরানের জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল। আমেরিকা কিন্তু হাতে হাত গুটিয়ে বসে নিয়ে। ইজায়েলের উদ্দেশ্যে সেনা বাহিনী পাঠানোর পরিকল্পনা নিয়েছে। তাই তেলের দাম বৃদ্ধির আশঙ্কা ক্রমশই বাড়ছে। হামাসের আকস্মিক হামলার তৃতীয় দিনে কিছুটা হলেও কোনঠাসা ইজরায়েল। যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনই স্পষ্ট নয়।

PREV
click me!

Recommended Stories

News Round UP: ফুটবল আইকনকে অপব্যবহারের অভিযোগ থেকে দিল্লিতেও মেসি ম্যাজিক, সারাদিনের খবর এক ক্লিকে
ট্রাম্পের শুল্কাঘাতকে থোড়াই কেয়ার, মার্কিন মুলুকে রফতানি বাণিজ্য বিপুল বৃদ্ধি ভারতের