হাইরাইস বিল্ডিংয়ে আগুনের ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। হংকং দমকল বাহিনী এবং প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর মিলেছে। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধার কাজ। ঘটনাস্থলে আরও অনেকের আটকে পড়ার আশঙ্কা রয়েছে। নামানো হয়েছে দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ প্রশাসনকে।