পেলেন বিপুল জনসমর্থন, শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি হতে চলেছেন বামপন্থী নেতা দিশানায়েকে

শ্রীলঙ্কা (Srilanka) পেতে চলেছে তাদের নতুন রাষ্ট্রপতিকে (President)। প্রাথমিক গণনায় যে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, সেটিই সত্যি হতে চলেছে।

Subhankar Das | Published : Sep 22, 2024 3:54 PM IST

শ্রীলঙ্কা (Srilanka) পেতে চলেছে তাদের নতুন রাষ্ট্রপতিকে (President)। প্রাথমিক গণনায় যে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, সেটিই সত্যি হতে চলেছে।

ব্যালট বাক্স বন্ধ করার পর, ভোটের ফলাফল বলছে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন বামপন্থী নেতৃত্ব (Left Leadership) অনুরাকুমার দিশানায়েকে (Anura Kumara Dissanayake)। নির্বাচনী লড়াইয়ে থাকা ৩৮ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন বাম জোট পিপলস লিবারেশন ফ্রন্ট তথা জেভিপি নেতা দিশানায়েক। তাঁর প্রাপ্ত ভোটের শতাংশ ৪২.৩১।

Latest Videos

অন্যদিকে, লঙ্কার বিদায়ী প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে পেয়েছেন মাত্র ১৭.২৭ শতাংশ ভোট। ভোট শতাংশের নিরিখে তিনি রয়েছেন তৃতীয় স্থানে। অপরদিকে শ্রীলঙ্কা পার্লামেন্টের (Parliament) বিরোধী দলনেতা সাজিথ প্রেমদাসা ৩২.৭৬ শতাংশ ভোট পেয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে।

ইতিমধ্যেই দেশের বিদেশমন্ত্রী আলি সাব্রি জানিয়েছেন, “ভোটের ফলাফলে স্পষ্ট যে, দিশানায়েকেই জয়ী হয়েছেন।”

উল্লেখ্য, শ্রীলঙ্কায় মোট ভোটার রয়েছেন ১ কোটি ৭০ লক্ষের কাছাকাছি। তাদের মধ্যে শনিবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন প্রায় ৭৫ শতাংশ মানুষ। অর্থাৎ, বলা চলে প্রায় ১ কোটি ২৭ লক্ষ ভোট পড়ে। ভোটগণনা শুরু হতেই বাকিদের পিছনে ফেলে অনেকটাই এগিয়ে যান দিশানায়েকে।

কিন্তু সেই দেশের নির্বাচনী বিধি অনুযায়ী, প্রথম পছন্দের ভোটের অন্তত ৫০ শতাংশ ভোট তিনি পাননি। তাঁর সংগ্রহে ৪৯ শতাংশ ভোট। এরপর দ্বিতীয় পছন্দের ভোটগণনা শুরু হয়। তাতেও বাকিদের অনেকটাই পিছনে ফেলে দিয়ে প্রায় ৪৩ শতাংশ ভোট পান দিশানায়েকে।

অন্যদিকে, জয়ের ইঙ্গিত পেতেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিশানায়েকে লেখেন, “এই জয় আসলে আমাদের সকলের।” তাঁর দলের একটি সূত্র মারফৎ জানা যাচ্ছে, সোমবারই কলম্বোর রাষ্ট্রপতি নিবাসে শপথ নেবেন তিনি।

সবমিলিয়ে, এবার ভারতের পড়শি দেশ শ্রীলঙ্কাতে প্রশাসনিক দায়িত্বে এলেন এক বাম নেতা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

ত্রাণ-ওষুধ নিয়ে Keshpur-এ বানভাসী মানুষদের পাশে RG Kar-এর জুনিয়র ডাক্তাররা | Keshpur Flood |
'ওম্যান মেড বন্যা' রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মমতাকে এক হাত নিলেন সুজন | Sujan Slams Mamata
নদী বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকছে বহরমপুর ব্লকের একাধিক গ্রামে, ঘুম উড়েছে স্থানীয়দের | Flood News
আর জি করের ঘটনার প্রতিবাদের জের, দুই কলেজ ছাত্রীকে বহিষ্কার তৃণমূল নেতা শ্যামল সাঁতরার | RG Kar
আন্দোলনের মঞ্চ ছেড়ে সোজা জরুরি পরিষেবায়! অনেকটাই স্বাভাবিক হল RG Kar | RG Kar News | Junior Doctors